প্রশ্ন:- ভূমিকম্পের কেন্দ্র (Focus) কাকে বলে ?
উত্তর:- ভূপৃষ্ঠের নীচে ভূ-অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয়, তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে।
প্রশ্ন:- ভূমিকম্পের উপকেন্দ্র (Epicenter) কাকে বলে ?
উত্তর:- ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছোয়, তা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।
প্রশ্ন:- ভূকম্পন তরঙ্গ (Seismic Wave): কী ?
উত্তর:- ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গগুলিকে ভূকম্পন তরঙ্গ বলে।
প্রশ্ন:- প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় (Pacific Ring of Fire ) কী ?
উত্তর:- প্রশান্ত মহাসাগরের দু-দিকের উপকূলের আগ্নেয়গিরির বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলে।
উত্তর:- মহীসঞ্চরণ তত্ত্ব কী ?
উত্তর:- ভূপৃষ্ঠের চলন বা সরণ সংক্রান্ত যে ধারণা আলফ্রেড ওয়েগনার দিয়েছিলেন তাই হল ‘মহীসঞ্চরণ তত্ত্ব’ (Continental Drift) ।
প্রশ্ন:- বিদার অগ্ন্যুদ্গম কাকে বলে ?
উত্তর:- অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্ন্যুদ্গম ঘটে। এই প্রকারকে বিদার অগ্ন্যুদ্গম বলে ৷
প্রশ্ন:- প্রাথমিক তরঙ্গ কী ?
উত্তর:- ঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রম সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় যে তরঙ্গ সবথেকে দ্রুত (6 কিমি/সে) ভূপৃষ্ঠে এসে পৌঁছোয়, সেই তরঙ্গই হল প্রাথমিক তরঙ্গ (Primary wave) ।
প্রশ্ন:- দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ কাকে বলে ?
উত্তর:- প্রাথমিক তরঙ্গের পর যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় (3-5 কিমি/সে), সেই তরঙ্গই হল দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ (Secondary wave) ।
প্রশ্ন:- পৃষ্ঠ তরঙ্গ কী ?
উত্তর:- ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর যে তরঙ্গ ছড়িয়ে পড়ে (3-4 কিমি/সে), সেই তরঙ্গই হল পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ দুই ধরনের— লাভ তরঙ্গ এবং 2 র্যালে তরঙ্গ।
প্রশ্ন:- মধ্য মহাদেশীয় বলয় কাকে বলে ?
উত্তর:- মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেশাশ, হিমালয় পর্বত হয়ে যে বিস্তীর্ণ বলয় অবস্থিত, তা-ই হল মধ্য পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়।
প্রশ্ন:- সুনামি কী ?
উত্তর:- সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়লে ।
প্রশ্ন:- S তরঙ্গ বা গৌন তরঙ্গ কাকে বলে ?
উত্তর:- P তরঙ্গের পরে যে ভূকম্পীয় তরঙ্গ উপকেন্দ্রে এসে পৌঁছোয়, সেটি হল S তরঙ্গ বা গৌণ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ নামেও পরিচিত।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।