প্রশ্ন:- ‘ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ’ কোন আগ্নেয়গিরিকে বলা হয় ?
উত্তর:- স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে
প্রশ্ন:- ওল্ড ফেথফুল গাইজার কোন দেশে দেখা যায় ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র
প্রশ্ন:- পৃথিবীতে কটি hotspot অবস্থান করছে ?
উত্তর:- 21টি
প্রশ্ন:- হাওয়াই দ্বীপের মৌনালোয়ার উচ্চতা কত ?
উত্তর:- 4170 মিটার
প্রশ্ন:- হাওয়াই দ্বীপপুঞ্জের পাতলা লাভার নাম কী ?
উত্তর:- পা হো হো
প্রশ্ন:- আম্লিক লাভা, ক্ষারকীয় লাভার চেয়ে বেশি কী ?
উত্তর:- সান্দ্র
প্রশ্ন:- অগ্ন্যুৎপাতের উৎসের নাম কী ?
উত্তর:- আগ্নেয়গিরি
প্রশ্ন:- ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ?
উত্তর:- ব্যারেন
প্রশ্ন:- দীর্ঘ ফাটল বরাবর যে অগ্ন্যুৎপাত হয় তাকে কী বলে ?
উত্তর:- বিদার অগ্ন্যুদ্গম বা নিঃসারী অগ্ন্যুদ্গম
প্রশ্ন:- কোন্ ধরনের পাত সীমানায় বিদার অগ্ন্যুৎপাত ঘটে ?
উত্তর:- অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানায়
প্রশ্ন:- ভারতে বিদার অগ্ন্যুৎপাতের ফলে কোন্ ধরনের ?
উত্তর:- মালভূমি তৈরি হয়েছে? দাক্ষিণাত্য মালভূমিতে
প্রশ্ন:- ভারতের কোথায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি সৃষ্টি হয়েছে ?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমিতে
প্রশ্ন:- ম্যাগমা কী ?
উত্তর:- ভূ-অভ্যন্তরের গলিত, সান্দ্র পদার্থ
প্রশ্ন:- ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলে ?
উত্তর:- লাভা
প্রশ্ন:- সক্রিয় আগ্নেয়গিরি কী ?
উত্তর:- প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলা আগ্নেয়গিরি
প্রশ্ন:- কটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো ?
উত্তর:- হাওয়াই দ্বীপের মৌনালোয়া
প্রশ্ন:- সিসিলির স্ট্রম্বোলি কী ধরনের আগ্নেয়গিরি ?
উত্তর:- সক্রিয় আগ্নেয়গিরি।
প্রশ্ন:- ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো ?
উত্তর:- ব্যারেন
প্রশ্ন:- পৃথিবীর একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম করো ?
উত্তর:- জাপানের ফুজিয়ামা
প্রশ্ন:- মাউন্ট ফুজি কোন্ ধরনের পর্বত ?
উত্তর:- সুপ্ত আগ্নেয়গিরি
প্রশ্ন:- ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম লেখো ?
উত্তর:- ভিসুভিয়াস
প্রশ্ন:- ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি কোন্ দেশে অবস্থিত ?
উত্তর:- ইন্দোনেশিয়া
প্রশ্ন:- কোন্ আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার তিনটি শহর ধ্বংস করে দেয় ?
উত্তর:- রাকাতোয়া
প্রশ্ন:- মায়ানমারের একটি (মৃত) আগ্নেয়গিরির নাম লেখো ?
উত্তর:- পোপো
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।