২৫ টি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । 25 Geography Some Important Questions And Answers In Bengali

প্রশ্ন:- ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে কোন্ শহরটি ধ্বংস হয়ে যায় ?

উত্তর:- পম্পেই শহর

প্রশ্ন:- একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো ?

উত্তর:- মেক্সিকোর পারকুটিন

প্রশ্ন:- আ আ লাভা’ কী ?

উত্তর:- ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির সান্দ্র লাভা

প্রশ্ন:- অত্যন্ত পাতলা লাভা হাওয়াই দ্বীপে কী নামে পরিচিত ?

উত্তর:- পা হো হো’ লাভা

প্রশ্ন:- কোন্ লাভাপ্রবাহের ওপরের স্তর ঠান্ডা হয়ে পাকানো দড়ির মতো দেখতে হয় ? 

উত্তর:- পা হো হো’

প্রশ্ন:- ভূমিকম্পের যে তরঙ্গ ভূ-অভ্যন্তরে কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে, সেটি হল কী ?

উত্তর:- P তরঙ্গ

প্রশ্ন:- রাথমিক তরঙ্গের গতিবেগ কত ?

উত্তর:- 6 কিমি/সে

প্রশ্ন:- S তরঙ্গ কোন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ?

উত্তর:- কঠিন

প্রশ্ন:- ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছোয়, তা হল ?

উত্তর:- P তরঙ্গ

প্রশ্ন:- ভূমিকম্পের যে তরঙ্গ সর্বাধিক ক্ষতি সাধন করে সেটি হল ?

উত্তর:- L তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ

প্রশ্ন:- ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, স্থায়িত্ব ইত্যাদি জানা যায় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তর:- সিসমোগ্রাফ

প্রশ্ন:- ভূমিকম্পের তীব্রতামাপক যন্ত্রটি হল কী ?

উত্তর:- রিখটার স্কেল

প্রশ্ন:- প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে পৃথিবীর মোট ভূমিকম্পের মধ্যে কত ভাগ সংঘটিত হয় ?

উত্তর:-  70 ভাগ

প্রশ্ন:- ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছোয় তাকে কী বলে ?

উত্তর:- ভূমিকম্পের উপকেন্দ্র

প্রশ্ন:- ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ?

উত্তর:- P বা প্রাথমিক তরঙ্গ

প্রশ্ন:- ভূমিকম্পের কোন তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর সর্বাধিক ক্ষয়ক্ষতির জন্য দায়ী ?

উত্তর:- L বা পৃষ্ঠ তরঙ্গ

প্রশ্ন:- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ?

উত্তর:- রিখটার স্কেল

প্রশ্ন:- 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে কত ?

উত্তর:- 8.5

প্রশ্ন:- রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা কত অতিক্রম করলে সেই ভূকম্পন বিধ্বংসী হয় ?

উত্তর:- 8

প্রশ্ন:- সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে কী বলে ?

উত্তর:- সিসমোগ্রাম

প্রশ্ন:- সাম্প্রতিককালে করাচির কাছে আরব সাগরে জেগে উঠেছে কোন দ্বীপ ?

উত্তর:- কাদার দ্বীপ

প্রশ্ন:- সান আন্দ্রিজ চ্যুতির ওপর অবস্থিত একটি শহরের নাম লেখো ?

উত্তর:- লস এঞ্জেলস/সান ফ্রান্সিসকো

প্রশ্ন:- কত সালে ভূমিকম্পের ফলে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয় ?

উত্তর:- 1906 সালে

প্রশ্ন:- ভূমিকম্পের একটি কৃত্রিম কারণ লেখো ?

উত্তর:- জলাধার নির্মাণ/বোমা বিস্ফোরণ/খনি ও সুড়ঙ্গ খনন

প্রশ্ন:- ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত গভীরে অবস্থিত ?

উত্তর:- সাধারণত 50-100 কিমি গভীরে

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

 অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment