প্রশ্ন:- কোন্ প্রকার পাত সীমান্তে হিমালয় পর্বত অবস্থিত ?
উত্তর:- অভিসারী পাত সীমান্তে
প্রশ্ন:– কোন্ প্রকার পাত সঞ্চলনের ফলে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ?
উত্তর:-মহাদেশীয়-মহাদেশীয় অভিসারী বা পরস্পর অভিমুখী পাত সঞ্চলন
প্রশ্ন:- অভিসারী পাত সীমানায় সৃষ্ট একটি পর্বতশ্রেণির নাম কী ?
উত্তর:-হিমালয়
প্রশ্ন:- একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও ?
উত্তর:- সান আন্দ্রিজ চ্যুতি
প্রশ্ন:- কোন্ ধরনের পাত সীমানায় সান আন্দ্রিজ চ্যুতি অবস্থিত ?
উত্তর:- নিরপেক্ষ পাত সীমানায়
প্রশ্ন:-একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো ?
উত্তর:- হিমালয়
প্রশ্ন:- কটি প্রবীণ ভঙ্গিল পর্বতের নাম লেখো ?
উত্তর:- অ্যাপালেশিয়ান
প্রশ্ন:- প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরছে ?
উত্তর:- পশ্চিম দিকে 10 সেমি করে
প্রশ্ন:- অগ্ন্যুদ্গমের ফলে সৃষ্ট পর্বতকে বলা হয় ?
উত্তর:-আগ্নেয় পর্বত
প্রশ্ন:- আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের আকার অনেকটা কীসের মতো ?
উত্তর:-শঙ্কুর মতো
প্রশ্ন:- ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি নাম কী ?
উত্তর:-ব্যারেন
প্রশ্ন: একটি সক্রিয় আগ্নেয়গিরি হল ?
উত্তর:- ভারতের ব্যারেন
প্রশ্ন:- মৌনালোয়া হল কী ?
উত্তর:- সক্রিয়
প্রশ্ন:- ইটালির ভিসুভিয়াস হল কী ?
উত্তর:-সক্রিয় আগ্নেয়গিরি
প্রশ্ন:- ইটালির স্ট্রম্বোলি একপ্রকার কী আগ্নেয়গিরি ?
উত্তর:-সবিরাম আগ্নেয়গিরি
প্রশ্ন:- একটি মৃত আগ্নেয়গিরি নাম লেখো ?
উত্তর:- পোপো
প্রশ্ন:- পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর:- প্রশান্ত মহাসাগর
প্রশ্ন:- আগ্নেয়গিরির বৃহৎ মুখকে বলা কী বলা হয় ?
উত্তর:- ক্যালডেরা
প্রশ্ন:- আগ্নেয় পর্বতের আর-এক নাম কী ?
উত্তর:- সঞ্চয়জাত পর্বত।
প্রশ্ন:-আগ্নেয়গিরির কোন জায়গায় দিয়ে আগ্নেয়জাত পদার্থ নির্গত হয় ?
উত্তর:-জ্বালামুখ
প্রশ্ন:- বিদার অগ্ন্যুদ্গমের ফলে কোন ভূমিরূপ গঠিত হয় ?
উত্তর:- লাভা মালভূমি
প্রশ্ন:- অগ্ন্যুদ্গম একপ্রকার কী প্রক্রিয়া ?
উত্তর:- ভূগাঠনিক প্রক্রিয়া
প্রশ্ন:- ভূগাঠনিক প্রক্রিয়ার একটি আকস্মিক পদ্ধতি হল কী ?
উত্তর:- অগ্ন্যুদ্গম/অগ্ন্যুৎপাত / ভূমিকম্প
প্রশ্ন:- ম্যাগমা যত ঊর্ধ্বগামী হয় তার চাপ ও গলনাঙ্ক ততই কী হয় ?
উত্তর:- কম হয়
প্রশ্ন:- ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত গলিত পদার্থকে কী বলে ?
উত্তর:- ম্যাগমা
প্রশ্ন:- অগ্ন্যুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। এই অগ্ন্যুদ্গম একপ্রকার কী প্রক্রিয়া ?
উত্তর:- ভূগাঠনিক প্রক্রিয়া
প্রশ্ন:- ইটালির ভিসুভিয়াস একটি কী প্রকারের আগ্নেয়গিরি ?
উত্তর:- অবিরাম (সক্রিয়) আগ্নেয়গিরি
প্রশ্ন:- ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল কী ?
উত্তর:- ব্যারেন দ্বীপ
প্রশ্ন:- জাপানের ফুজিয়ামা হল একটি ?
উত্তর:- সুপ্ত আগ্নেয়গিরি।
প্রশ্ন:- সবথেকে ধ্বংসাত্মক প্রকৃতির হয় আগ্নেয়গিরি হল ?
উত্তর:- সুপ্ত আগ্নেয়গিরি
প্রশ্ন:- ভবিষ্যতে কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই ?
উত্তর:- মৃত আগ্নেয়গিরি।
প্রশ্ন:- পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরিগুলি কোথায় অবস্থিত ?
উত্তর:- প্রশান্ত মহাসাগরে
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।