প্রশ্ন:- ফিলাইট কোন্ শিলার রূপান্তরিত রূপ ?
উত্তর:- স্লেট শিলার
প্রশ্ন:- নিস শিলার খনিজগুলি বলয়ের আকারে অবস্থান করলে তাকে কী বলে ?
উত্তর:- ব্যান্ডেড নিস (পটিযুক্ত নিস)
প্রশ্ন:- স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কোন্ পাললিক শিলায় দেখা যায় ?
উত্তর:- চুনাপাথর
প্রশ্ন:- শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো ?
উত্তর:- কোয়ার্টজ / ফেল্ডসপার/অস্ত্র জিপসাম
প্রশ্ন:- গ্রানাইট ও ব্যাসল্ট শিলায় কোন খনিজ থাকায় তা ক্ষয়প্রতিরোধী ?
উত্তর:- কোয়ার্টজ
প্রশ্ন:- সাদা রঙের ফেল্ডসপারকে কী বলা হয় ?
উত্তর:- প্ল্যাজিওক্লেজ ফেল্ডসপার
প্রশ্ন:- প্ল্যাজিওক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ?
উত্তর:- সোডিয়াম
প্রশ্ন:- সোনালি বর্ণের ফেল্ডসপারকে কী বলা হয় ?
উত্তর:- অর্থোক্লেজ ফেল্ডসপার
প্রশ্ন:- বায়োটাইট অভ্র কী রঙের হয় ?
উত্তর:- কালো বা গাঢ় রঙের
প্রশ্ন:- প্রতিমার সাজ তৈরিতে ব্যবহৃত খনিজটির নাম কী ?
উত্তর:- অস্ত্র বার্মাইকা
প্রশ্ন:- সিমেন্ট শিল্পে সার তৈরিতে ও নির্মাণ কাজে কোন্ খনিজ ব্যবহৃত হয় ?
উত্তর:- জিপসাম
প্রশ্ন:- খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলকে কী বলে ?
উত্তর:- মোহ স্কেল
প্রশ্ন:- কোন্ অঞ্চলকে ভারতের ‘খনিজ ভাণ্ডার’ বলা হয় ?
উত্তর:- ছোটোনাগপুর মালভূমি অঞ্চলকে
প্রশ্ন:- কোন ধরনের মাটির রং কালো? এটি ভারতের কোন্ অঞ্চলে দেখা যায় ?
উত্তর:- কৃষ্ণমৃত্তিকা (রেগুর), দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়
প্রশ্ন:- ব্যাসল্ট শিলা থেকে কোন্ মৃত্তিকা তৈরি হয় ?
উত্তর:- কালোমাটি বা কৃষ্ণমৃত্তিকা
প্রশ্ন:- কোন্ শিলা থেকে বেলেমাটি তৈরি হয় ?
উত্তর:- বেলেপাথর থেকে
প্রশ্ন:- কোন্ শিলাকে অস্তরীভূত শিলা বলে ?
উত্তর:- আগ্নেয়শিলাকে
প্রশ্ন:- ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থান দিয়ে বেরিয়ে বাইরে সজ্জিত হয়ে যে আগ্নেয়শিলা গঠন করে তাকে কী বলে ?
উত্তর:- নিঃসারী আগ্নেয়শিলা বলে।
প্রশ্ন:- প্রানাইট একটি ?
উত্তর:- আগ্নেয় /উদবেদী পাতালিক
প্রশ্ন:- একটি উপপাতালিক শিলার উদাহরণ হল ?
উত্তর:- ডোলেরাইট
প্রশ্ন:- মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ?
উত্তর:- ব্যাসল্ট শিলা দ্বারা
প্রশ্ন:- সমুদ্রের তলদেশ কোন শিলা দ্বারা গঠিত হয় ?
উত্তর:- ব্যাসল্ট শিলা
প্রশ্ন:- কোন শিলায় পাইরক্সিন খনিজ থাকে ?
উত্তর:- ব্যাসল্ট শিলা
প্রশ্ন:- পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়া শিলার নাম কী ?
উত্তর:- পাললিক শিলা
প্রশ্ন:- স্তরীভূত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায়, তাদের কী বলে ?
উত্তর:- জীবাশ্ম
প্রশ্ন:- সংঘাত শিলার একটি উদাহরণ হল ?
উত্তর:- কংগ্রোমারেট/ ব্রেকসিয়া
প্রশ্ন:- প্রবেশ্য শিলার একটি উদাহরণ হল ?
উত্তর:- বেলেপাথর/ব্যাঙ্গন্ট
প্রশ্ন:- একটি প্রস্তরময় পাললিক শিলা হল ?
উত্তর:- কংগ্রোমারেট
প্রশ্ন:- আগ্রার তাজমহল কোন পাথরে তৈরি ?
উত্তর:- মারবেল
প্রশ্ন:- ব্যাসল্টের রূপান্তরিত রূপ কোন শিলা ?
উত্তর:- অ্যাম্ফিবোলাইট
প্রশ্ন:- গ্রাফাইট হল একটি ?
উত্তর:- রূপান্তরিত শিলা
প্রশ্ন:- প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত চলেছে এই চক্রাকার আর্বতনকে কী বলে ?
উত্তর:- শিলাচক্র
প্রশ্ন:- গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে কী বলে ?
উত্তর:- স্ট্যালাকটাইট
প্রশ্ন:- চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত ?
উত্তর:- কাস্ট অঞ্চল
প্রশ্ন:- কোন শ্রেণির অস্ত্র কালো বর্ণের হয় ?
উত্তর:- বায়োটাইট
প্রশ্ন:- খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল কী ?
উত্তর:- মেহি স্কেল
প্রশ্ন:- দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে সৃষ্টি হয় কোন মাটি ?
উত্তর:- কালো (কৃয়মৃত্তিকার রেণুর মৃত্তিকা)
প্রশ্ন:- ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত স্টোনচিপ হল কী ?
উত্তর:- ব্যাসল্ট শিলা
প্রশ্ন:- শিলার মধ্যেকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাত হল ?
উত্তর:- সচ্ছিদ্রতা
প্রশ্ন:- শিলার প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কী হয় ?
উত্তর:- কমে
প্রশ্ন:- ভূপৃষ্ঠের বাইরে লাভা জমে সৃষ্ট আগ্নেয়শিলাকে কী বলে ?
উত্তর:- নিঃসারী শিলা
প্রশ্ন:- একটি প্রাথমিক শিলার উদাহরণ হল ?
উত্তর:- গ্রানাইট
প্রশ্ন:- পাতালিক শিলার একটি উদাহরণ কী ?
উত্তর:- গ্রানাইট
প্রশ্ন:- একটি শিলাগঠিত খনিজ হল ?
উত্তর:- কোয়ার্টজ
প্রশ্ন:- গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপদান কী ?
উত্তর:- কোয়ার্টজ
প্রশ্ন:- সাদা রঙের প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মূল উপাদান হল কী ?
উত্তর:- সোডিয়াম
প্রশ্ন:- গোলাপি বর্ণের অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান হল ?
উত্তর:- পটাশিয়াম
প্রশ্ন:- সেরামিক শিল্পে ব্যবহৃত হয় ?
উত্তর:- ফেল্ডসপার
প্রশ্ন:- ক্যালশিয়াম সালফেটের জলযুক্ত একটি কেলাস হল ?
উত্তর:- জিপসাম
প্রশ্ন:- মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজটি হল ?
উত্তর:- ট্যাঙ্ক
প্রশ্ন:- মোহ স্কেল অনুযায়ী হিরের কাঠিন্যের মান কত ?
উত্তর:– 10
প্রশ্ন:- ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের মাটির রং কী হয় ?
উত্তর:- কালো
প্রশ্ন:- রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল কী ?
উত্তর:- ব্যাসল্ট
প্রশ্ন:- গ্রানাইট শিলা হল ?
উত্তর:- সমপ্রকৃতির শিলা
প্রশ্ন:- চক হল একপ্রকার ?
উত্তর:- পাললিক শিলা
প্রশ্ন:- একটি অতিক্ষারকীয় আগ্নেয়শিলা হল কী ?
উত্তর:- পেরিডোটাইট
প্রশ্ন:– টাফ হল একটি ?
উত্তর:- পাইরোক্লাস্টিক শিলা
প্রশ্ন:- আমাকে দিয়ে ভূত্বক গঠিত। আমি খনিজের সমন্বয়ে গঠিত’—আমি কে ?
উত্তর:- শিলা
প্রশ্ন:- ‘আমি কোয়ার্টজ, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দিয়ে গঠিত আগ্নেয়শিলা। আমায় দিয়েই মহাদেশীয় ভূত্বক গঠিত হয়’—আমি কে ?
উত্তর:- গ্রানাইট শিলা
প্রশ্ন:- পাললিক শিলাতে আমার ছাপ রেখে দিই’—আমি কে ?
উত্তর:- জীবাশ্ম
প্রশ্ন:- সোনার কেল্লা আমার দ্বারা তৈরি।’—আমি কে ?
উত্তর:- বেলেপাথর
প্রশ্ন:- আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়। ওই মাটিতে কার্পাস চাষ ভালো হয়।—আমি কে ?
উত্তর:- ব্যাসল্ট শিলা
প্রশ্ন:- আমি মসৃণ, দেখতে খুব সুন্দর। নানা রঙে আমায় পাওয়া যায়। আমি ঘরবাড়ির মেঝে তৈরির কাজে আসি । বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর মতো স্থাপত্যশিল্পে আমার ব্যবহার আছে।’—আমি কে ?
উত্তর:- মারবেল শিলা
প্রশ্ন:- আমি খুব শক্ত, সূক্ষ্ম দানার কালো-ধূসর রঙের শিলা। রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্যে দিয়ে জল সহজেই প্রবেশ করতে পারে।’—আমি কে ?
উত্তর:- ব্যাসল্ট
প্রশ্ন:- কোন্ শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকৃতি হয় ?
উত্তর:- প্রানাইট শিলায়
প্রশ্ন:- কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয় ?
উত্তর:- গ্রানাইট
প্রশ্ন:- ব্যাসল্ট শিলায় গঠিত অঞ্চলে কেমন ভূমিরূপ দেখা যায় ?
উত্তর:- চ্যাপটা আকৃতির
প্রশ্ন:- ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলির নাম লেখো ?
উত্তর:- কোয়ার্টজ ,ফেল্ডসপার, অলিভিন ও পাইরক্সিন
প্রশ্ন:- কোন শিলার প্রবেশ্যতা বেশি ?
উত্তর:- পাললিক শিলা
প্রশ্ন:- কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ?
উত্তর:- পাললিক শিলায়
প্রশ্ন:- একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও ?
উত্তর:- কয়লা
প্রশ্ন:- জৈবিক উপায়ে গঠিত একটি অসংঘাত শিলার নাম লেখো ?
উত্তর:- চুনাপাথর/লবণ শিলা
প্রশ্ন:- সিমেন্ট তৈরিতে কোন শিলা ব্যবহার করা হয় ?
উত্তর:- চুনাপাথর
প্রশ্ন:- লালকেল্লা কোন ধরনের শিলায় গঠিত ?
উত্তর:- বেলেপাথর
প্রশ্ন:- শিলার আঞ্চলিক রূপান্তর কীসের প্রভাবে ঘটে ?
উত্তর:- চাপের প্রভাবে
প্রশ্ন:- শিলার স্পর্শ রূপান্তরের একটি উদাহরণ দাও ?
উত্তর:- চুনাপাথর থেকে মারবেল
প্রশ্ন:- শ্বেতপাথর (মারবেল) কোন্ জাতীয় শিলা ?
উত্তর:- রুপান্তরিত শিলা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।