‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৯ পার্ট ২ ( Model Activity Task Class 9 Part 2) – এর জীবনবিজ্ঞান (Life Science) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
আমরা পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।
Table of Contents
ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ( নবম শ্রেণী )
বিষয় – জীবনবিজ্ঞান
পূর্ণমান – ২০
February Model Activity Task Class 9 Part 2 Answer
( জীবনবিজ্ঞান )
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : (১x৩ = ৩)
১.১ প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি নির্বাচন করাে—
(ক) 60S ও 40S
(খ) 50S ও 40S
(গ) 60S ও 30S
(ঘ) 50S ও 30S
১.২ নীচের যে জোড়াটি সঠিক নয় তা স্থির করাে—
(ক) কোশপর্দা – কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা।
(খ) লাইসােজোম – পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করা
(গ) মাইটোকনড্রিয়া – প্রােটিন সংশ্লেষ করা।
(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা
১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করাে
(ক) আবরণী কলা
(খ) যােগ কলা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা
২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে : (১x৪ = ৪)
২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।
২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।
২.৩ DNA – তে রাইবােজ শর্করা উপস্থিত থাকে।
২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : (২x৪ = ৮)
৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:- প্যারেনকাইমা কলার বৈশিষ্টগুলি হল –
(i) এই কলার কোষ প্রাচীর গুলি সেলুলোজ নির্মিত ও পাতলা হয়।
(ii) প্যারেনকাইমা কলার কোষ গুলির আকৃতি গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার হয়।
(iii) কোশপ্রাচীর পাতলা, সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত।
(iv) এই কলার কোশগুলির মাঝে কোশান্তর রন্ধ্র থাকে।
৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?
উত্তর:- মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সেগুলি হল –
(i) অম্ল ও ক্ষারের ভারসাম্যতা:- বৃক্ক মানবদেহে অ্যামোনিয়া সৃষ্টির মাধ্যমে অম্ল ও ক্ষারের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে।
(ii) রেচন:- প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন ক্ষতিকারক নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ( ইউরিয়া , ইউরিক অ্যাসিড ) মানবদেহ থেকে বৃক্ক দ্বারা বাইরে নির্গত হয় ।
(iii) জলসাম্য:- দেহে এবং রক্তে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
(iv) হরমোন ও উৎসেচক:- জরুরি অবস্থায় রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে রক্তচাপ বৃদ্ধি ও লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে ।
৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করাে।
উত্তর:- কোশপর্দার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হল –
(i) সংযোগস্থাপন:- পাশাপাশি অবস্থিত দুটি প্রাণীকোশের কোশপর্দা ডেসমোজোম নামক অংশের মাধ্যমে কোশান্তর সংযোগ স্থাপন করে।
(ii) বিভেদক ভেদ্য পর্দা:- কোষ পর্দা প্রভেদক ভেদ্য হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত পুষ্টি পদার্থ ও অন্যান্য পদার্থের আদান-প্রদানে সাহায্য করে।
(iii) আকৃতি প্রদান:- কোশপর্দা প্রাণী কোষ – কে নির্দিষ্ট আকৃতি দান করে।
(iv) কঠিন ও তরল বস্তু গ্রহণ:- প্রাণীকোশে কোশপর্দা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্য ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল খাদ্য কোশের অভ্যন্তরে গ্রহণ করে।
৩.৪ মানবদেহে ভিটামিন D-র ভূমিকা আলােচনা করাে।
উত্তর:- ভিটামিন মানব দেহে বিভিন্ন শারীর বৃত্তীয় কাজের সঙ্গে যুক্ত। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরোল মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকাগুলি হল –
(i) দৈহিক বৃদ্ধি:- ভিটামিন D মানবদেহে স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য। এটি লক্ষ্য করা গেছে যে ভিটামিন D -এর স্বল্পতায় অস্থি বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে কমে গেলে দৈহিক বৃদ্ধির হারও হ্রাস পায়।
(ii) ক্যালসিয়াম ও ফস ফরাস শোষণ:- মানবদেহে ভিটামিন -D অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ ত্বরান্বিত করে। মলের সঙ্গে ক্যালসিয়াম ও ফসফরাসের নির্গমন ভিটামিন -D প্রয়োগে হ্রাস করা যায়।
(iii) দাঁতের স্বাভাবিক বৃদ্ধি:- ভিটামিন -D দন্ত গঠনে সহায়তা করা।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : (২+৩ = ৫)
৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করাে। প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখাে।
উত্তর:-
➣ ভাজক কলার কাজগুলি হল –
(i) এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।
(ii) দেহে নতুন অঙ্গ উৎপাদনে ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে।
(iii) অগ্রমুকুল ,কাক্ষিক মুকুল, পুস্প মুকুল ও নতুন পাতা তৈরিতে সাহায্য করে ।
➣ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য –
বিষয় | প্রােক্যারিওটিক | ইউক্যারিওটিক |
(i) কোশ অঙ্গানু | পর্দা ঘেরা কোশ অঙ্গানু থাকে না | পর্দা ঘেরা কোশ অঙ্গানু থাকে |
(ii) নিউক্লিয়াস | নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা, আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত | নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত |
(iii)রাইবােজোম | রাইবোজোম 70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে ছড়ানো থাকে | রাইবোজোম 80S প্রকৃতির নিউক্লীয় পর্দা ও এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম এর পর্দার গায়ে যুক্ত অবস্থায় থাকে |
(iv)সেন্ট্রোজোম | অনুপস্থিত থাকে | উদ্ভিদকোশে অনুপস্থিত কিন্তু প্রাণীকোশে উপস্থিত |
আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে