সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2)
প্রশ্ন:- নীলবিদ্রোহ কাকে বলে ? কোথায় এই বিদ্রোহ প্রথম শুরু হয় ?
উত্তর:- ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দে অলাভজনক নীলচাষ ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার নীলচাষিদের সংঘবদ্ধ প্রতিরোধ নীলবিদ্রোহ নামে পরিচিত । নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম – নীলবিদ্রোহ শুরু হয় ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।