ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা ?

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2) 


প্রশ্ন:- ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা ?

উত্তর:- ফরাজি আন্দোলনের সূচনা করেছিলেন হাজি শরিয়ত উল্লাহ । তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র দুদু মিঞা ফরাজি আন্দোলনকে সাংগঠনিকভাবে পরিপূর্ণ রূপ প্রদান করেন । দুদু মিঞার মৃত্যুর পর তাঁর পুত্র নোয়া মিঞা ফরাজি আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment