ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ?

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2) 


প্রশ্ন:-ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ?

উত্তর:- ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন । কারণ, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল —

( ১ ) কোরানে নির্দিষ্ট পাঁচটি অবশ্য পালনীয় কর্তব্য (ফরাইজ) যাতে মুসলমান সমাজের সকলে মেনে চলে তার জন্য প্রচারকার্য চালানো এবং
( ২ ) বাংলাদেশকে ‘দার – উল – ইসলামে’ মুসলমানদের বসবাসের যোগ্য স্থানে পরিণত করা । তবে শেষপর্যন্ত এই আন্দোলন ধর্মীয় পুনর্জাগরণের গণ্ডী ছাড়িয়ে হয়ে উঠেছিল জমিদার, নীলকর ও ব্রিটিশ বিরোধী আন্দোলন ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment