প্রশ্ন:- তিতুমিরের সংগ্রামের প্রকৃতি কী ছিল ?
উত্তর:- তিতুমিরের সংগ্রামের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় —
প্রথমত, অনেকের মতে, এই আন্দোলন ছিল সাম্প্রদায়িক এবং হিন্দু বিরোধী ।
দ্বিতীয়ত, তিতুমিরের জীবনীকার বিহারীলাল সরকারের মতে, বহু হিন্দু যেমন তিতুমিরের নেতৃত্ব মেনে নিয়েছিলেন, তেমনি বহু মুসলিম ভূস্বামীরাও ওয়াহাবিদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ।
তৃতীয়ত, ধর্মকে কেন্দ্র করে তিতুমিরের সংগ্রাম শুরু হলেও ক্রমশ তা সংকীর্ণ ধর্মীয় সীমারেখা অতিক্রম করে কৃষক – সহ দরিদ্র মানুষের জমিদার ও রাষ্ট্রবিরোধী প্রতিবাদী সংগ্রামের রূপ ধারণ করে ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।