পাইকান জমি কী ?

প্রশ্ন:- পাইকান জমি কী ?

উত্তর:- বাঁকুড়া জেলার দক্ষিণ – পশ্চিম অঞ্চল, মেদিনীপুর জেলার উত্তর – পশ্চিম অঞ্চল ও মানভূমের পূর্বাঞ্চলের জমিদাররা তাদের অধীনে পাইকের (নিরাপত্তারক্ষী) কাজ করা চুয়াড়দের নগদ অর্থে বেতনের পরিবর্তে যে খাস জমি ভোগ করতে দিত, তাকে বলা হয় পাইকান জমি । এই জমি ছিল নিষ্কর জমি । কিন্তু কোম্পানি এই নিষ্কর জমির ওপর রাজস্ব ধার্য করলে এবং পাইকান জমি কেড়ে নিলে পাইকরা বিদ্রোহী হয়ে ওঠে ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

2 thoughts on “পাইকান জমি কী ?”

Leave a Comment