প্রশ্ন:- অরণ্য আইন কী ?
উত্তর:- ১৮৬৫ ও ১৮৭৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাদের সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতের বনজ সম্পদকে ব্যবহারের জন্য দুটি আইন প্রণয়ন করে । এই দুই আইনকেই বলা হয় ‘অরণ্য আইন’ ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।