প্রশ্ন:- বিপ্লব বলতে কী বোঝায় ?
উত্তর:- বিপ্লব বলতে বোঝায় —
প্রথমত, এটি এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যা পুরোনো অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হেনে তার আমূল পরিবর্তন ঘটায় ।
দ্বিতীয়ত, একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই পরিবর্তন সংঘটিত হয় ।
তৃতীয়ত, বিপ্লবের উদাহরণগুলি হল — আমেরিকার স্বাধীনতা বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, চিনের সাংস্কৃতিক বিপ্লব ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।