২৫ টি ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্ন:- মহীসঞ্চরণ মতবাদের সঙ্গে সম্পর্কিত কোন ব্যক্তি হয়েছিলেন ?
উত্তর:- অ্যালফ্রেড ওয়েগনার
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্ব’—এই ধারণার উদ্ভব ঘটে-কত সালে ?
উত্তর:- 1960-এর দশকে
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্বের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে ?
উত্তর:- পিঁচো
প্রশ্ন:- পাত সীমানা কত প্রকারের হয় ?
উত্তর:- 3 প্রকারের
প্রশ্ন:- মধ্য-সামুদ্রিক শৈলশিরা গঠিত হয় যে পাত সীমান্তে তাকে কী বলা হয় ?
উত্তর:-অভিসারী পাত সীমান্ত
প্রশ্ন:- মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে গঠিত পর্বতটি হল কী?
উত্তর:-হিমালয় পর্বত
প্রশ্ন:- ভঙ্গিল পর্বত গঠিত হয় ?
উত্তর:-অভিসারী পাত সীমানায়
প্রশ্ন:- টেথিস সাগরের পলিতে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়েছে তা হল?
উত্তর:-হিমালয়
প্রশ্ন:- ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি কোন্ পাত সীমান্তে সৃষ্ট?
উত্তর:-নিরপেক্ষ পাত সীমান্তে
প্রশ্ন:- মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন কে ?
উত্তর:-আলফ্রেড ওয়েগনার
প্রশ্ন:- প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করে তাকে কী বলা হয় ?
উত্তর:-প্যানজিয়া
প্রশ্ন:- কার মতে মহীসঙ্করণ তত্ত্বের ভিত্তিতে পরবর্তীকালে মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে
উত্তর:-আলফ্রেড ওয়েগনার
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্ব ধারণাটির উদ্ভব ঘটে কত সালে ?
উত্তর:-1960-এর দশকে
প্রশ্ন:- পাতসংস্থান মতবাদের সার্থক প্রয়োগ ঘটান কে ?
উত্তর:-পিঁচো
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর:– পিঁচো
প্রশ্ন:- পৃথিবীর ভূত্বক কতকগুলি খণ্ডে বিভক্ত?
উত্তর:– ২ খণ্ডে শক্ত ও কঠিন
প্রশ্ন:- পাতগুলি গড়ে কত কিমি পুরু ?
উত্তর:– 70-150
প্রশ্ন:- গুরুমণ্ডলে কেন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয় ?
উত্তর:– পরিচলন
প্রশ্ন:- পাত সঞ্চলনের প্রধান কারণটি হল ?
উত্তর:– বহিঃগুরুমণ্ডলের পরিচলন স্রোত
প্রশ্ন:- পৃথিবীতে 6টি বড়ো পাত এবং কটি মাঝারি ও ছোটো পাত আছে।
উত্তর:-20
প্রশ্ন:- পৃথিবীতে কটি বড়ো পাত আছে?
উত্তর:– 6
প্রশ্ন:- পাত’ কথাটি প্রথম প্রয়োগ করেন কেপ্ ?
উত্তর:– জেটি উইলসন
প্রশ্ন:- দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে কী বলা হয় ?
উত্তর:– অপসারী পাত বলে
প্রশ্ন:- সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় কোন পাত সীমানায়?
উত্তর:– অপসারী পাত সীমানায়
প্রশ্ন:- অপসারী পাত সীমানায় কোন ভূমিরূপ গঠিত হয় ?
উত্তর:- মধ্য-সামুদ্রিক শৈলাশিলা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।