প্রশ্ন:- যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে কী বলে ?
উত্তর:- অভিসারী পাত সীমানা
প্রশ্ন:- অভিসারী পাতদ্বয়ের সীমানাকে কী বলে ?
উত্তর:- বিনাশকারী পাত সীমানা
প্রশ্ন:- নিমজ্জিত পাত সীমানায় কোন পবতের সৃষ্টি ?
উত্তর:- ভঙ্গিল পর্বত
প্রশ্ন:- ভারতীয় পাত এবং কোন পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত ?
উত্তর:- ইউরেশীয় পাত
প্রশ্ন:- ভঙ্গিল পর্বতসৃষ্টির জন্য দায়ী কোন পাত সীমানা ?
উত্তর:- অভিসারী পাত
প্রশ্ন:- মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষে সৃষ্ট পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতটি হল ?
উত্তর:- হিমালয় পবত
প্রশ্ন:- কোন পাত সীমান্তে ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না ?
উত্তর:- নিরপেক্ষ পাত
প্রশ্ন:- চ্যুতির সৃষ্টি হয় মূলত কোন পাত সীমান্তে ?
উত্তর:- নিরপেক্ষ পাত সীমান্তে।
প্রশ্ন:- ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হয়েছে কোন পাতে সীমান্তে ?
উত্তর:- নিরপেক্ষ পাতে
প্রশ্ন:- নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায় কত বছর ?
উত্তর:- 1-2.5 কোটি
প্রশ্ন:- একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল ?
উত্তর:- আরাবল্লি
প্রশ্ন:- প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত, তার নাম কী ?
উত্তর:- প্যানজিয়া
প্রশ্ন:- মহীসরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কী ?
উত্তর:- প্যানজিয়া
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্ব (Plate tectonic theory) পূর্বের কোন্ ধারণার উপর ভিত্তি করে আবিষ্কৃত হয়েছে ?
উত্তর:- মহীসরণ মতবাদ
প্রশ্ন:- ভূত্বকের পাতগুলি কীসের ওপর ভাসমান ?
উত্তর:- অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর
প্রশ্ন:- ভূত্বক গঠনকারী পাতগুলি ভূ-অভ্যন্তরের কোন্ স্তর পর্যন্ত বিস্তৃত ?
উত্তর:- অ্যাস্থেনোস্ফিয়ার
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্বের জনক কে ?
উত্তর:- পিঁচো
প্রশ্ন:- পৃথিবীতে বড়ো পাত কয়টি আছে ?
উত্তর:- 6 টি
প্রশ্ন:- একটি বড়ো পাতের নাম কী ?
উত্তর:- ইউরেশীয় পাত
প্রশ্ন:- সমুদ্রতলদেশে পাতের সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে কী বলা হয় ?
উত্তর:- অপসারী পাত সীমানা
প্রশ্ন:- অপসারী পাত সীমানা প্রধানত পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় ?
উত্তর:-আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরের তলদেশে
প্রশ্ন:- পরস্পরমুখী পাত সীমানাকে কী বলে ?
উত্তর:- অভিসারী পাত সীমানা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।