প্রশ্ন:-ভূপৃষ্ঠের চলন বা সরণ কাকে বলে ?
উত্তর:- যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস, পর্বত গঠন, হিমানী সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে, সেই প্রক্রিয়াকে ভূপৃষ্ঠের চলন বা সরণ বলে।
প্রশ্ন:- পাতসংস্থান তত্ত্বের সূচনা কী ?
উত্তর:- মহীসঙ্করণ তত্ত্বের ধারণার ওপর নির্ভর করে 1960-এর দশকে এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্তরকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। এই তত্ত্বই হল পাতসংস্থান তত্ত্ব (Plate Tectonic Theory)।
প্রশ্ন:- অপসারী পাত সীমানা কাকে বলে ?
উত্তর:- যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর দূরে সরে যায়, সেই বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী পাত সীমানা বলে।
প্রশ্ন:- অভিসারী পাত সীমানা কাকে বলে ?
উত্তর:- যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, সেই পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে।
প্রশ্ন:- নিরপেক্ষ পাত সীমানা বলতে কী বোঝো ?
উত্তর:- যে পাত সীমানায় দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে ।
প্রশ্ন:- অগ্ন্যুদ্গম (Volcanism) কী ?
উত্তর:- ভূ-অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ-সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া হল অগ্ন্যুদ্গম।
প্রশ্ন:- সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত (Volcanic Mountain) কাকে বলে ?
উত্তর:- অগ্ন্যুদ্গমের মাধ্যমে বেরিয়ে আসা পদার্থগুলি গহ্বর বা ফাটলের চারপাশে জমা হয়ে যে শঙ্কু আকৃতির পর্বত গঠিত হয়, তাকে আগ্নেয় পর্বত বলে।
প্রশ্ন:- সক্রিয় আগ্নেয়গিরি কী ?
উত্তর:- যেসব আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরাম বা সবিরাম ভাবে অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে, তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে।
প্রশ্ন:- সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে ?
উত্তর:- যেসব আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে, তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে।
প্রশ্ন:- মৃত আগ্নেয়গিরি কাকে বলে ?
উত্তর:- যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকালে অগ্ন্যুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা প্রায় নেই, তাদের মৃত আগ্নেয়গিরি বলে ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।