উত্তর:- পাত হল সিয়াল ও সিমা-সহ ভূত্বকীয় খণ্ডসমূহ, যা ছোটো-বড়ো মাপের, পাতলা, অনমনীয় ও কঠিন প্রকৃতির। পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর এই পাতগুলি সর্বদা ধীরগতিতে চলমান অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর সংঘটিত পরিচলন স্রোত এই পাত সঞ্চলনের জন্যে দায়ী। কখনো-কখনো দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে অভিসারী পাত সীমানার, আবার কখনও পরস্পর থেকে দূরে সরে গিয়ে প্রতিসারী পাত সীমানার, আবার কখনো-কখনো পাতগুলি পাশাপাশি চলতে শুরু করে ও নিরপেক্ষ পাত সীমানার সৃষ্টি করে। পাতগুলির এইরূপ বিভিন্ন দিকে চলনকেই পাত সঞ্চলন বলে।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।