উত্তর:- ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের বিভিন্ন অংশে নির্গত হয় এবং সেখানে জমাট বেঁধে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে, সেগুলিই কালক্রমে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। আবার, আগ্নেয় ও পাললিক দু-ধরনের শিলাই তাপে, চাপে ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে। রূপান্তরিত শিলা আবার ক্ষয়প্রাপ্ত, অপসারিত ও সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। বহু বছর পরে এই তিন ধরনের শিলাই ভূ-আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমায় পরিণত হয় এবং কালক্রমে ভূগর্ভে আগ্নেয়শিলা সৃষ্টি করে। এইভাবে প্রকৃতিতে তিনপ্রকার শিলার সৃষ্টি তথা রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, যাকে শিলাচক্র নামে অভিহিত করা হয়।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।