কয়েকটি কার্স্ট ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো ?

উত্তর:- কার্স্ট অঞ্চলে যেসব উল্লেখযোগ্য ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেগুলি হল —

(1) স্ট্যালাকটাইট:- চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ক্যালশিয়াম কার্বনেটের দণ্ডকে স্ট্যালাকটাইট বলে।
(2) স্ট্যালাগমাইট:- গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর-মিশ্রিত জল গুহার মেঝেতে সঞ্চিত হয়ে ক্রমশ দণ্ডের আকারে ওপরের দিকে উঠলে তাকে স্ট্যালাগমাইট বলে।
(3) স্তম্ভ:- এই স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি করে। এ ছাড়া প্রাকৃতিক সুড়ঙ্গ, গুহা, প্রাকৃতিক সেতু, টেরারোসা, ল্যাপিস, সিঙ্কহোল ইত্যাদি নানারকম ভূমিরূপ গড়ে ওঠে কার্স্ট অঞ্চলে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment