উত্তর:- ❑ শীতকালে উলের জামাকাপড় খোলার সময় দেহের সঙ্গে উল (পশম)-এর ঘর্ষণে তড়িৎ সৃষ্টি হয়। এক্ষেত্রে উলের জামাকাপড়ে ধনাত্মক এবং দেহের লোমগুলিতে ঋণাত্মক তড়িদাধান উৎপন্ন হয়। সমজাতীয় আধানে আহিত লোমগুলি পারস্পরিক বিকর্ষণে পরস্পর থেকে দূরে সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে।
❑ উল এবং লোমের মধ্যে বিপরীত আধান জমা হওয়ায় এদের মধ্যে একটি বিভবপার্থক্য সৃষ্টি হয়। এরা খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে ক্ষণস্থায়ী তড়িৎপ্রবাহ হয়, যাতে এই মধ্যবর্তী বায়ু গরম হয়ে সাময়িক শূন্যতার সৃষ্টি করে। এর ফলে বায়ুতে কম্পন তৈরি হয়, যার জন্যই ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায়।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।