Class 3 Bengali Model Activity Task Part 1 Answer January 2022

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৩ পার্ট ১ ( Model Activity Task Class 3 Part 1) – এর গনিত (Math) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।


প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে।

প্রয়োজনে স্কুলের শিক্ষক – শিক্ষিকার সাহায্য নিতে পারো। নীচের প্রশ্নগুলি ভালভাবে পড়ে লেখা শুরু করবে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (তৃতীয় শ্রেণী )

বিষয় – বাংলা

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 3 Part 1 Answer

( বাংলা )

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (১×৩ = ৩)

১.১ ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন

(ক) গুপ্তধনের কথা

(খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা

(গ) টাকা পয়সার কথা

(ঘ) নিজের অসুস্থতার কথা

১.২ চাষির ছেলেটি ছিল—

(ক) অত্যন্ত কৃপণ

(খ) অত্যন্ত কর্মঠ

(গ) অত্যন্ত অলস

(ঘ) অত্যন্ত হিংসুটে

১.৩ ‘তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।’ একথা বলেছিল—

(ক) বুড়ো চাষি

(খ) চাষির ছেলে

(গ) বুড়ো চাষির ছেলের বউ

(ঘ) বুড়ো চাষির ছেলের বন্ধু

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : (১×৩ = ৩)

২.১ ‘অথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা’। – ‘ষোলোআনা’ শব্দের অর্থ কী?

উত্তরঃ-‘ ষোল আনা ‘ শব্দের অর্থ হল পুরোপুরি।

২.২ ‘ছেলের চোখ দুটো লোভে চক্চক করে ওঠে। ছেলের মনে কীসের লোভ?

উত্তরঃ- ছেলের মনে লোভ ছিল সোনা পাওয়ার।

২.৩ ‘এই তার স্বামীর প্রথম রোজগার। – স্বামী কীভাবে রোজগার করেছিল?

উত্তরঃ- বুড়ো চাষীর ছেলে  ফসল হাটে বিক্রি করে এক থলি টাকা রোজগার করেছিল।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (২×৩ = ৬)

৩.১ ‘সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়’। — বক্তা কে? তিনি কোন কথা বলবেন?

উত্তরঃ- বক্তা হলেন বুড়ো চাষী ।

বুড়ো চাষী তার ছেলেকে সোনা কোথায় লুকানো আছে, সেই কথা বললেন।

৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কী করেছিল?

উত্তরঃ- বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর – ছেলে দুজন মজুর ডেকে এনে জমি খুঁড়তে লাগিয়ে দিয়েছিলেন।

৩.৩ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। – কেন কথকের এমনটি মনে হয়েছে?

উত্তরঃ- ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষীর ছেলে সোনা পাওয়ার লোভে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি খোঁড়াখুঁড়ি করেছিল কিন্তু জমি খুঁড়ে শেষ অবধি চাষীর ছেলে কোন সোনা পায়নি। তাই সে বিরক্ত হয়ে তার মনে হয়েছিল যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :  (৩)

‘সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।

– মাঠ কীভাবে ‘সত্যি সোনায় ভরে উঠেছিল, তা ‘সত্যি সোনা’ গল্প অনুসরণে আলোচনা করো।

উত্তরঃ- বুড়ো চাষীর ছেলে বাবার কথা শুনে সোনা পাওয়ার লোভে জমি খুঁড়তে শুরু করে কিন্তু সেখানে সোনা না পেয়ে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে। সে বছর ভালো বৃষ্টি হওয়ায় সারা মাঠ শস্যতে ভরে ওঠে। সোনার রং এর সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে তাদেরে  মনে হয়েছিল মাঠ যেন সত্যি সোনায় ভরে উঠেছে।

আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

আপনি যদি এই পোস্টটি পড়ে উপভোগ করেন তবে আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন। নিবন্ধটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

Leave a Comment