পাত সঞ্চলনের কারণে কীভাবে প্রশান্ত মহাসাগরের আয়তন কমে যাচ্ছে ?

উত্তর:- পাতসঞ্চালনের ফলে প্রশান্ত মহাসাগরের আয়তন কমে যাওয়ার কারণ: প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ আমেরিকান পাতটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় পাতটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তাই প্রশান্ত মহাসাগরীয় পাতটির আয়তন ক্রমশ কমছে। আবার প্রশান্ত মহাসাগরীয় পাতের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ইউরেশীয় পাত ক্রমশ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের ওপরে উঠে আসছে। ফলে প্রশান্ত মহাসাগরের পাতের আয়তন ধীরে ধীরে কমছে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment