উত্তর:- কোনো বিপর্যয় ঘটার পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা, সাবধানতা অবলম্বন [মানুষ-সহ বিভিন্ন জীবজন্তুর প্রাণহানি রোধ এবং সম্পত্তি নষ্টের পরিমাণ কমানো], বিপর্যয় চলাকালীন পরিকল্পিত ব্যবস্থাগ্রহণ এবং বিপর্যয় ঘটার পরে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনা করা এবং বিপর্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একত্রিত করে বিপর্যয় মোকাবিলাকেই বিপর্যয় ব্যবস্থাপনা বলা হয় ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Nise