ভূকম্প তরঙ্গ কী ?

উত্তর:- ভূমিকম্পের ফলে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। এই তরঙ্গকে ভকম্প তরঙ্গ বলে।

ভূকম্প তরঙ্গের প্রকার:- ভূকম্প তরঙ্গ তিনপ্রকার, যথা— OP তরঙ্গ, 2 S তরঙ্গ, 3 L তরঙ্গ ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।

Leave a Comment