প্রশ্ন:- আ আ লাভা কী এবং কোন স্থানে এটি দেখা যায় ?

উত্তর:- গাঢ় সান্দ্র এবং ধীরগতিসম্পন্ন যে লাভা শীতল হওয়ার সঙ্গে সঙ্গে মোটা আস্তরণ হিসেবে জমাট বাঁধে এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, সেই লাভাকে হাওয়াই দ্বীপের ভাষায় আ আ লাভা বলে। এই ধরনের লাভা খুবই আঠালো প্রকৃতির হওয়ায় দ্রুত বেশিদূর প্রবাহিত হতে পারে না।

অবস্থান:- ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিগুলি থেকে এরকম লাভা নির্গত হয়।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment