প্রশ্ন:- লাভা মালভূমি কীভাবে গড়ে ওঠে ?

উত্তর:- লাভা মালভূমির সৃষ্টি: ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা কোনোরকম বিস্ফোরণ না ঘটিয়ে তরল লাভারূপে ভূপৃষ্ঠে নির্গত হয়। ক্রমে এই লাভা সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ গঠিত হয়, তখন তাকে লাভা মালভূমি বলে।

অবস্থান:- ভারতের দাক্ষিণাত্য মালভূমি এই ধরনের মালভূমি।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment