প্রশ্ন:- অগ্ন্যুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন ?

উত্তর:- অগ্ন্যুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলার কারণ: অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা বাইরে বেরিয়ে আসার সময় ম্যাগমার বহির্মুখী চাপের ফলে শিলা ফেটে যায়। এই ফাটল বরাবর ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়ে শীতল হয়ে জমাট বাঁধার পর নতুন নতুন ভূমিরূপ তৈরি করে। এক্ষেত্রে অভিসারী পাত সীমানায় বারবার অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় পর্বত, এবং অপসারী পাত সীমানায় বিদার অগ্ন্যুৎপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা মালভূমির সৃষ্টি হয়। এইসব কারণের জন্য অগ্ন্যুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment