উত্তর:–
❑ পাত সীমানা:- যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলে ।
❑ বৈশিষ্ট্য:- এই প্রকার পাত সীমানার, দুটি বৈশিষ্ট্য হল –
(1) এই ধরনের পাত সীমানায় মাঝের ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে মধ্য-সামুদ্রিক শৈলশিরা তৈরি করে।
(2) এই ধরনের পাত সীমানায় ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি ঘটে।
উদাহরণ- আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই পাত দেখা যায় ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।