Model Activity Task Class 3 Health and Physical Education Part 1 January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৩ পার্ট ১ ( Model Activity Task Class 3 Part 1) – এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় তৃতীয় ছাত্র-ছাত্রীরা,
আজ আমরা তোমাদের জন্য বর্তমান পরিস্থিতির কথা ভেবে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর সেট তৈরি করেছি । সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( তৃতীয় শ্রেণী )

বিষয় – স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 3 Part 1 Answer

( স্বাস্থ্য ও শারীরশিক্ষা)

১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : (১×১৫ = ১৫)

(ক) সুস্থ সবল রাখব দেহ এসো সবাই শপথ নিই,

_________________ চলব মেনে সকলকে তার খবর দিই।

উত্তরঃ-  স্বাস্থ্যবিধান

(খ) নাচব খেলব হাসব সবাই, আয় ছুটে বোন, আয় ছুটে ভাই,

দেশটাকে চাই ___________________ সকলকে তাই কাছে চাই

উত্তরঃ- ভালোবাসতে

(গ) ___________________বাল্যকালের ভিতটা শক্তপোক্ত গড়ে,

প্রতিকূল থাক সারাজীবন দিব্যি সে তো লড়াই করে।

উত্তরঃ- সু-অভ্যাস

(ঘ) দাঁতটা মাজা খুব ___________________ সেটার খেয়াল রেখো,

কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকেই শেখো।

উত্তরঃ- জরুরি

(ঙ) সুস্থ-সবল চাও কি তুমি রাখতে দেহ মন?

প্রতিদিনই করতে তোমায় হবে ____________________ ।

উত্তরঃ- যোগাসন

(চ) পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন,

শলভাসন ও __________________ আর যে শবাসন।

উত্তরঃ- ভুজঙ্গাসন

(ছ) পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে,

স্কুলেতে প্রতিদিনই _________________কত আছে।।

উত্তরঃ- শেখার

(জ) তোমার মাথার ওপর জেনো আছেন ___________________  

চলবে তাঁদের কথামতো, ভাববে সারাক্ষণ।

উত্তরঃ- গুরুজন

(ঝ) রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু-চোখ মেলে,

নিয়ম করে যেতে পারো  __________________ বা সাইকেলে।

উত্তরঃ- হেঁটে

(ঞ) নিজের যা কাজ করতে শেখা মোটেই __________________ নয়,  

করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়।

উত্তরঃ- কঠিন

(ট) জুতো _________________ জামাকাপড় রাখবে যে ঠিক করে,

টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে।

উত্তরঃ- সাফাই

(ঠ) লাউ কুমড়ো বাঁধাকপি জোগায় __________________

মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড়ো যে প্রোটিন।

উত্তরঃ- ভিটামিন

(ড) খেতে পারো বাতাবিও,_________________ বা আতা,

তাই বলে বাকি ফল নয় বাজে, যা-তা।

উত্তরঃ- পেয়ারা

(ঢ) খাওয়ার __________________ খাওয়ার পরে ধোবে যে মুখ হাত,

রাতে শোবার আগে, ভোরে মাজবে তোমার দাঁত।

উত্তরঃ- আগে

(ণ) __________________ অতি নোংরা জিনিস সবাই সেটা বলে,

একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে?

উত্তরঃ- থুথু

শব্দঝুড়ি:- স্বাস্থ্যবিধান, হাসব, বোন, সু-অভ্যাস, জরুরি, যোগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুথু, ভালোবাসতে।

উপরে তালিকাভুক্ত উত্তরগুলি সবচেয়ে কার্যকরী সমাধানগুলির মধ্যে একটি ছিল যা অবশ্যই তোমাদের সাহায্য করবে এবং আপনার অনেকখানি সময় বাঁচাবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

Leave a Comment