Model Activity Task Class 2 Part 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Answer January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ২ পার্ট ১ ( Model Activity Task Class 2 Part 1) – এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

তোমরা সবার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর কোনরকম অসুবিধা হলে তোমরা আমাদের সাজানো উত্তরের সাহায্য নিতে পারো। উত্তরগুলি খাতায় তোমরা করার আগে অবশ্যই মন দিয়ে পড়ে তারপর লেখা শুরু করবে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( দ্বিতীয় শ্রেণী )

বিষয় – স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান – ১0


January Model Activity Task Class 2 Part 1 Answer

( স্বাস্থ্য ও শারীরশিক্ষা)

১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ কর :  (১ X ১০ =১০)

(ক) আমার প্রতিজ্ঞা :

_________________ মা-র কথা শুনে এগোতেই চাই,

শিক্ষক,না গুরুজনে যেন কাছে পাই –

উত্তরঃ- বাবা

(খ) সুস্বাস্থ্য:

শরীরটাকে ফিট রাখতে করবে ____________।

উত্তরঃ- যোগাসন

(গ) আমার প্রতিজ্ঞা:

সব জাতি ধর্মকে দেব ____________

আমরা যে এক জাতি আর এক প্রাণ

উত্তরঃ- সম্মান

(ঘ) সুস্বাস্থ্য:

_____________পাশাপাশি করবে খেলাধুলা।

উত্তরঃ- পড়ালেখার

(ঙ) সুস্বাস্থ্য:

শরীর ও ______________ যদি তুমি সুস্থ রাখতে চাও ,

সময় মতো ঘুমাও এবং নিয়মমতো খাও।

উত্তরঃ- মন

(চ) দাঁতের যত্ন:

খাবার খেলে খাদ্যকণা দাঁতের জমে থাকে,

পরিষ্কার তাই করতে হবে ______________ ফাঁকে ফাঁকে।

উত্তরঃ- দাঁতের

(ছ) চোখের যত্ন :

চোখ মোছারই জন্যে রেখো _______________ বা তোয়ালে,

বই পড়ার সময় আলো থাকবে রাত্রিকালে।

উত্তরঃ- রুমাল

(জ) দাঁতের যত্ন:

____________ শোয়ার আগে,

ভোরে উঠবে যখন সবে,

মাজন বা পেজ দিয়ে তখন

দাঁত যে মাজতে হবে।

উত্তরঃ- রাতে

(ঝ) চোখের যত্ন:

প্রতিদিন নিয়ম করে

চার থেকে পাঁচবার,

জলের ঝাপটা দিয়ে করো

চোখটা ___________________।

উত্তরঃ- পরিষ্কার

(ঞ) চোখের যত্ন:

চোখ-ওঠা _____________ হলে কিন্তু চোখটা ঘষতে নেই,

ডাক্তারের কাছে যেতে বলবে সকলেই।

উত্তরঃ- রোগ

শব্দঝুড়ি :- বাবা, যোগাসন, সম্মান, পড়ালেখার, মন, দাঁতের, রুমাল, রাতে, পরিষ্কার, রোগ।

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন।

যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অবশ্যই জানাবেন আমারা ।

Leave a Comment