‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পার্ট ১ ( Model Activity Task Class 5 Part 1) – এর আমাদের পরিবেশ (Environment Science) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে।
Table of Contents
জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (পঞ্চম শ্রেণী )
বিষয় – আমাদের পরিবেশ
পূর্ণমান – ১৫
January Model Activity Task Class 5 Part 1 Answer
( আমাদের পরিবেশ
১. ঠিক বাক্যের পাশে ‘✔’ চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও: (১ x ৩ = ৩)
১.১ ত্বকে রােদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।
উত্তর:- ত্বকে রােদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। 🗙
১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।
উত্তর:- নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া। ✔
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।
উত্তর:- একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে। 🗙
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে : (১ x ৩ = ৩)
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন | ক) হাতের হাড় |
২.২ হিউমেরাস | খ) লিগামেন্ট |
২.৩ ফিমার | গ) ত্বক |
ঘ) পায়ের হাড় |
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন | গ) ত্বক |
২.২ হিউমেরাস | ক) হাতের হাড় |
২.৩ ফিমার | ঘ) পায়ের হাড় |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (২ x ৩ = ৬)
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখাে।
উত্তর:- মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলাে – আলনা ও রেডিয়াস।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনাে দুটো কাজের উল্লেখ করাে।
উত্তর:– পেশীর দুটি কাজ:
(i) দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।
(ii) জিভ হলো একপ্রকার পেশী। খাবার ওলোট পালোট করার সময় ও খাবার গিলতে জিভ সাহায্য করে।
(iii) লেখার সময় পেশীর সাহায্য লাগে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা কী?
উত্তর:- রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা:
(i) আমাদের সারা শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য রক্ত পৌঁছে দিতে সাহায্য করে ।
(ii) শরীরে ফোঁড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে রক্ত পৌঁছে দেয় ।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (৩ x ১ = ৩)
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?
উত্তর:- হাড় হল একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানাে থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের শরীরে অনেক অসুবিধা হতে পারে, অসুবিধাগুলি নিম্নে আলোচনা করা হলো –
(i) হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। ফলে খেলাধুলাসহ অনেক কাজে অসুবিধা হত।
(ii) আঙুলের হাড়ের জোড় না থাকলে কোনাে কিছু কিছু ধরা যেত না, ধরতে অসুবিধা হত।
(iii) পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে, বসতে অসুবিধা হত।
আপনাদের আশা করছি সহায়তা করেতে পেরেছি। যদি কোন প্রকার অসুবিধার মধ্যে পরেন আমাদের অবশ্যই জানাবেন আমারা তোমাদের বা আপনার সমস্যা সমাধান করব।