‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৬ পার্ট ১ ( Model Activity Task Class 6 Part 1) – এর পরিবেশ ও ভূগােল (Geography) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ আছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। তোমাদের সুবিধা জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।
Table of Contents
জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (ষষ্ঠ শ্রেণী )
বিষয় – পরিবেশ ও ভূগােল
পূর্ণমান – ২০
January Model Activity Task Class 6 Part 1 Answer
( পরিবেশ ও ভূগােল )
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : (১x৩ =৩ )
১.১ সূর্যের আলােয় আলােকিত হয় না –
(ক) বুধ
(খ) চাঁদ
(গ) প্রক্সিমা সেনটাউরি
(ঘ) বৃহস্পতি
১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল –
(ক) ছায়াপথ
(খ) নীহারিকা
(গ) ধূমকেতু
(ঘ) উল্কা
১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলাে –
(ক) বুধ
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ) পৃথিবী
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : (১x২ = ২)
২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলাে __________ l
উত্তর:- একটি বামন গ্রহের উদাহরণ হলাে প্লুটো l
২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে __________ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।
উত্তর:- সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।
২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (১x৩ = ৩)
‘ক’ স্তম্ভ | ‘খ স্তম্ভ |
---|---|
২.২.১. আকাশ গঙ্গা | ১. সেরেস |
২.২.২. নীল গ্রহের চারদিকে ঘােরে | ২. ছায়াপথ |
২.২.৩. বৃহত্তম গ্রহাণু | ৩. চাঁদ |
‘ক’ স্তম্ভ | ‘খ স্তম্ভ |
২.২.১. আকাশ গঙ্গা | ২. ছায়াপথ |
২.২.২. নীল গ্রহের চারদিকে ঘােরে | ৩. চাঁদ |
২.২.৩. বৃহত্তম গ্রহাণু | ১. সেরেস |
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (২x২ = ৪ )
৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যােগাযােগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?
উত্তর:- সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যােগাযােগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে সেগুলির আয়ুও কমে যেতে পারে বলে গবেষকদের দাবি। প্রতি ১১ বছর অন্তর এই ঝড় লক্ষ করা যায়।
৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:- ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হল –
(১) ধুমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
(২) ধূমকেতুকে অনেকটা ঝাটার মত দেখতে হয়।
(৩) ধূমকেতুর দেহ লােহা ,নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : (৩x১ = ৩)
গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখাে।
উত্তর:- গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য হলো :
বিষয় | গ্রহ | নক্ষত্র |
১.আলো ও তাপ | গ্রহের নিজস্ব আলো নেই l | নক্ষত্রের নিজস্ব আলো আছে l |
২.আয়তন | গ্রহদের আয়তন অনেক ছোট। | নক্ষত্রদের আয়তন অনেক বড় হয়। |
৩. কক্ষপথ | গ্রহদের কক্ষপথের পরিধি তুলনামূলক অনেক ছোট হয় | নক্ষত্রদের কক্ষপথের পরিধি অতি বিশাল হয়ে থাকে |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : (৫x১ = ৫)
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর:- আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলাে সূর্য l সূর্য হল আকাশগঙ্গার একটি মাঝারি হলুদ তারা।
প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। মহাকর্ষের কারণে পরমাণুতে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে।
সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের দিকে উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর চেয়ে সূর্য ১৩ লক্ষ গুণ বড় ও ৩ লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়।
আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না ।