প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে বাংলা ব্যাকরণ ক্লাস ৮ অধ্যায় ১ দল (Class 8 Bengali Grammar Chapter 1 Dol) – এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন:- দলকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় । ও কী কী ?
উত্তর:- দলকে দুটি শ্রেণিতে ভাগ করা হয় । যথা—[১] মুক্তদল, ও [২]রুদ্ধদল।
প্রশ্ন:- মুক্তদল কাকে বলে ? ও উদাহরন দাও ।
উত্তর:- যে দলের একটিমাত্ স্বরধ্বনি নিয়ে গঠিত অথবা যে দলের শেষে স্বরধ্বনি থাকে, তাকে বলা হয় মুক্তদল।
উদাহরন:— অ, আ, ই, কি, কা, মা, যে, যু, সো ইত্যাদি।
প্রশ্ন:- রুদ্ধদল কাকে বলে ? ও উদাহরন দাও ।
উত্তর:- যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বর থাকে, তাকে বলা হয় রুদ্ধদল।
উদাহরন:— দিক্, পিন্, সুন্, ঢাক্, ভুক্, ভয়, যাই ইত্যাদি।
প্রশ্ন:- ‘দল’ কাকে বলে ?
উত্তর:- বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একটি ঝোঁকে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায়, তাকে দল বলে।
প্রশ্ন:- দলের শ্রেণিবিভাগগুলি নির্দেশ করো ?
উত্তর:- বাংলা ভাষায় দল দুই প্রকার। যথা—মুক্তদল ও রুদ্ধদল।
প্রশ্ন:- তিন রুদ্ধদলবিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো ?
উত্তর:- তিন রুদ্ধদলবিশিষ্ট একটি শব্দ হল—কণ্ঠস্বর।
কণ্ঠস্বর = কন্ ঠোস্ সর্ (তিনটিই রুদ্ধদল)।
প্রশ্ন:- তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো ?
উত্তর:- তিনটি দল রয়েছে এমন একটি শব্দ হল—কবিতা = ক.বি.তা ।
প্রশ্ন:- মুক্তদল বলতে কী বোঝ ?
উত্তর:- যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে।
প্রশ্ন:- রুদ্ধদলের এমন নাম হওয়ার কারণ কী ?
উত্তর:- রুদ্ধদলের পর আর কোনো হ্রস্ব স্বরধ্বনি যুক্ত করা যায় না তাই এরূপ নামকরণ করা হয়েছে।
প্রশ্ন:- হলন্ত শব্দ কাকে বলে ?
উত্তর:- যে শব্দের উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকে না তাকে হলন্ত শব্দ বলে। যেমন—মাছ, জাম্ প্রভৃতি।