Class 6 History Model Activity Task Part 1 January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৬ পার্ট ১ ( Model Activity Task Class 6 Part 1) – এর ইতিহাস (History) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (ষষ্ঠ শ্রেণী )

বিষয় – ইতিহাস

পূর্ণমান – ২০


January Model Activity Task Class 6 Part 1 Answer

( ইতিহাস )

১. ঠিক – ভুল নির্ণয় করো : (১ × ৩ = ৩) 

(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য। 

(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন। 

(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু। 

২. স্তম্ভ মেলাও : (১ × ৩ = ৩) 

ক – স্তম্ভখ – স্তম্ভ
শকাব্দহর্ষবর্ধন
গুপ্তাব্দকণিষ্ক
হর্ষাব্দপ্রথম চন্দ্রগুপ্ত
ক – স্তম্ভখ – স্তম্ভ
শকাব্দকণিষ্ক
গুপ্তাব্দপ্রথম চন্দ্রগুপ্ত
হর্ষাব্দহর্ষবর্ধন

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি – দুটি বাক্যে) : (২ × ২ = ৪) 

(ক) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় ? 

উত্তর:- ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত । সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়।

(খ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে ? 

উত্তর:- যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগের ইতিহাসকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।

৪. নিজের ভাষায় লেখো (তিন – চারটি বাক্য) : (৫ × ২ = ১০)

(ক) প্রশক্তি কী ? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ? 

উত্তর:- প্রশক্তি মানে গুনোগান করা । অনেক সময় শাসকের গুনোগান দেখে লেখ হিসেবে খোদাই করা হতো সে গুলোকে বলা হয় প্রশক্তি । প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

(১) মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে ।

(২) অব্দ ও তারিখ সম্বন্ধে বহু তথ্য পাওয়া যায় মুদ্রায় ।

(৩) তৎকালীন শিল্প-সংস্কৃতি সম্পর্কেও বহু  তথ্য মুদ্রা থেকে জানা যায়।

(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী ? 

উত্তর:- সাহিত্য উপাদানের বেশকিছু সমস্যা আছে । সেই সমস্যাগুলি হল –

(১) বিদেশীরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি ঠিক বুঝতেন না। ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল ।

(২) অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্বের উদাহরণ পাওয়া  যায়।

(৩) কাব্য ও নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ কিছু উল্লেখ  করা নেই।

কাব্য – নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া । উপরিক্ত সমস্যাগুলি থাকার সত্তেও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব অনেকখানি রয়েছে ।

তোমরা সবার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর কোনরকম অসুবিধা হলে তোমরা আমাদের সাজানো উত্তরের সাহায্য নিতে পারো। উত্তরগুলি খাতায় তোমরা করার আগে অবশ্যই মন দিয়ে পড়ে তারপর লেখা শুরু করবে। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন।

Leave a Comment