প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় ৪ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া (Class 8 Bengali Grammar Chapter 4 Bisheshya Biseson Sorbonam Obboy O Kriya) – এই বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন:- তোকে নিয়ে আর পারি না। —নিম্নরেখ অংশটি হল— (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ) ক্রিয়া ।
উত্তর:- তোকে নিয়ে আর পারি না। নিম্নরেখ অংশটি হল— গ) অব্যয়।
প্রশ্ন:- তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে।— এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হল- (ক)কথা বলতে বলতে (খ) বলতে বলতে (গ) এলে (ঘ) চলে এলে।
উত্তর:- তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে।—-এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হল – (খ) বলতে বলতে ।
প্রশ্ন:- ক্রিয়ামূলকে বলে—(ক )সমাপিকা (খ) অসমাপিকা (গ) ধাতু (ঘ) প্রত্যয়।
উত্তর:- ক্রিয়ামূলকে বলে—গ) ধাতু।
প্রশ্ন:- ওর কথা আর তুমি বোলো না। ওকে কেউ পছন্দ করে না। আমি এটা জানি।—এই অংশে সর্বনামের সংখ্যা হল- (ক) ছয় (খ) সাত (গ) পাঁচ (ঘ) চার।
উত্তর:- ওর কথা আর তুমি বোলো না। ওকে কেউ পছন্দ করে না। আমি এটা জানি। —এই অংশে সর্বনামের সংখ্যা হল- (ক) ছয়।
প্রশ্ন:- আমি এবং সুভাষ কলকাতায় যাব। কিন্তু তুমি যে যাবে সেটাও আমার জানা। —এই অংশে অব্যয়ের সংখ্যা হল – (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ।
উত্তর:- আমি এবং সুভাষ কলকাতায় যাব। কিন্তু তুমি যে যাবে সেটাও আমার জানা । এই অংশে অব্যয়ের সংখ্যা হল—(খ) তিন।
প্রশ্ন:- বিশেষ্য পদকে কীভাবে চেনা যায় ?
উত্তর:- বিশেষ্য পদকে নাম দিয়ে চেনা যায়।
প্রশ্ন:- একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে কোন্ পদটি ব্যবহার করা হয় ?
উত্তর:- একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে সর্বনাম পদ ব্যবহার করা হয়।
প্রশ্ন:- কোন্ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে ?
উত্তর:- বিশেষণ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে।
প্রশ্ন:- ক্রিয়া কীভাবে তৈরি হয় ?
উত্তর:- ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয়ে ক্রিয়া তৈরি হয়। যেমন—চল্ ধাতুর সঙ্গে ‘আ’ ধাতুবিভক্তি যুক্ত হয়ে চলা’ ক্রিয়াটি তৈরি হয়েছে।
প্রশ্ন:- তারা গাইতে গাইতে এদিকেই আসছে। —বাক্যটিতে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো।
উত্তর:- তারা গাইতে গাইতে এদিকেই আসছে।—বাক্যটিতে সমাপিকা ক্রিয়া হল আসছে এবং অসমাপিকা ক্রিয়া হল গাইতে গাইতে।