দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-9]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- Times Business Award 2022 পেলেন কে ?
উত্তর:- তরুণী মহিলা উদ্যোক্তা রশ্মি সাহু
প্রশ্ন:- World’s Most Powerful Supercomputer তালিকায় আছে কোন কোন দেশ?
উত্তর:- প্রথমস্থান পেলো আমেরিকার Frontier, দ্বিতীয় স্থানে জাপানের Fugaku
প্রশ্ন:- Mens Hockey Asia Cup 2022-এ ব্রোঞ্জের পদক জিতলো কোন দেশ?
উত্তর:- ভারত
প্রশ্ন:- ২০তম বর্ষেও UNICEF-এর Goodwill Ambassador হিসাবে বহালথাকছেন কে ?
উত্তর:- ক্রিকেটার শচীন টেন্ডুলকার
প্রশ্ন:- FIH World Ranking 2022-এ ভারতীয় হকি টিমের মহিলা ও পুরুষের স্থান কত কত ?
উত্তর:- মহিলা হকি টিমের স্থান ৬;পুরুষ হকি টিমের স্থান চতুর্থ
প্রশ্ন:- সম্প্রতি জাত ভিত্তিক জনগণনা শুরু করার ঘোষণা করলো কে ?
উত্তর:- বিহার সরকার
প্রশ্ন:- এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ ইনস্টল করাহলো কোথায়?
উত্তর:- উত্তরাখন্ডের দেবস্থলে
প্রশ্ন:- সম্প্রতি ৭৩ বছর বয়সে মারা গেলেন কে ?
উত্তর:- পদ্মশ্রী প্রাপ্ত সন্তুর বাদক পন্ডিত ভজনসপরি
প্রশ্ন:- কলোনি এবং রাস্তার নাম “হরিজন” থেকে পরিবর্তন করে বাবাসাহেবআম্বেদকরের নামে রাখার ঘোষণা করলো কে ?
উত্তর:- দিল্লি সরকার
প্রশ্ন:- Scripps National Spelling Bee 2022 কম্পিটিশন জিতল কে ?
উত্তর:- হরিণী লোগান
প্রশ্ন:- দুর্নীতি রুখতে “ACB 14400” নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন:-Khelo India Youth Games 2021 শুরু হলো কোথায়?
উত্তর:- হরিয়ানায় পাঁচকুলায়
প্রশ্ন:- সম্প্রতি Meta কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- Javier Olivan
প্রশ্ন:- UNICEF-এর COVAX প্রোগ্রামের আওতায় সবথেকে বেশি করোনা ভ্যাকসিন পেয়েছে কোন দেশ?
উত্তর:- বাংলাদেশ
প্রশ্ন:- Top 10 Chefs in the World তালিকায় স্থান পেলেন কে ?
উত্তর:- ভারতীয় শেফ বিকাশ খান্না
প্রশ্ন:- খেলোয়াড়দের জন্য রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের ঘোষণা করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- রাজস্থানসরকার
প্রশ্ন:- বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?
উত্তর:- ৫ই জুন; থিম হলো- “Only OneEarth”
প্রশ্ন:- গর্ভবতী মহিলাদের জন্য ‘Anchal’ নামে হেলথ কেয়ার অভিযান লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:- রাজস্থান
প্রশ্ন:- ভারতীয় বায়ু সেনার কাজকর্ম প্রদর্শন করতে IAF Heritage Centre তৈরীকরা হচ্ছে কোথায়?
উত্তর:- চণ্ডীগড়ে
প্রশ্ন:- ভারতের প্রথম K-Pop আর্টিস্ট হিসাবে সাউথ কোরিয়ান ব্যান্ড Blackswanএর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো কাকে ?
উত্তর:- উড়িষ্যার শ্রেয়া লেংকা
প্রশ্ন:- Sports Authority of India (SAI)-র ডিরেক্টর জেনারেল হিসাবে সন্দীপ প্রধানের কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করা হলো?
উত্তর:- ২ বছর
প্রশ্ন:- দিল্লির ‘State Icon’ হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- ক্রিকেটার যশ ধুল
প্রশ্ন:- শার্ক উপসাগরে বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেল কারা?
উত্তর:- অস্ট্রেলিয়ার গবেষকরা
প্রশ্ন:- Titan Raga কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- আলিয়া ভাট
প্রশ্ন:- ইতালিকে ৩-০ গোলে পরাজিত করে 2022 Finalissima টাইটেল জিতলো কোন দেশ?
উত্তর:- আর্জেন্টিনা