Class 8 বাংলা ব্যাকরণ Chapter 9 এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ


প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে ক্লাস ৮ বাংলা ব্যাকরণ অধ্যায় 9 এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ (Class 8 Bengali Grammar Chapter 9 Ek Sobder Ekadhik Orthe Proyog) – এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

একটি শব্দকে আমরা বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া প্রভৃতি ভাগে ভাগ করতে পারি। কিন্তু একটি শব্দ কখনো কখনো একাধিক অর্থেও প্রয়োগ হতে পারে। এটা নির্ভর করে কীভাবে শব্দটিকে বাক্যে প্রয়োগ করা হচ্ছে তার ওপর। কোনো শব্দ একটি বাক্যে একরকম অর্থ প্রকাশ করে।

প্রশ্ন:- ‘লা’ শব্দটিকে কতরকম অর্থে ব্যবহার করা যেতে পারে দেখা যাক।

উত্তর:- [1] গলা (দেহের অংশ):- তার গলার কাছে একটা তিল আছে।
[2] গলা (কণ্ঠ):- মেয়েটির গানের গলা অপূর্ব।
[৩] গলা (নরম বা তরল):- একটু সুস্থ হতেই ডাক্তার তাকে গলা ভাত খেতে দিলেন।
[8] গলা (প্রবেশ করা):- বাজারের এই প্রচণ্ড ভিড়ের মধ্যে মাছি গলার জায়গা নেই।

প্রশ্ন:- এইভাবে ‘পড়া’ শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা যেতে পারে।

উত্তর:- [১] পড়া (পাঠ করা):- পড়ার শেষে খেলাধুলা করলে মন ভালো থাকে।

[২] পড়া (অস্ত যাওয়া):- পড়া রোদ গাছের মাথায় লেগে আছে। উপরের উদাহরণগুলি থেকে বোঝা গেল যে এক শব্দ কীভাবে বিভিন্ন বাক্যে আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। মনে রাখতে হবে, বেশিরভাগ অতৎসম (সংস্কৃত নয়) শব্দগুলি দিয়েই অর্থের বৈচিত্র্য ফুটে ওঠে।

নীচে প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করে , ন, সাদা, কালো, লাগা, বাঁধা।

প্রশ্ন:- নাক:—

উত্তর:- [১] তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করল। (ঘ্রাণেন্দ্রিয়)
[২] লজ্জায় তার নাক কাটা গেল। (অপমান)
[৩] অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়। (বেশি উৎসাহ)

প্রশ্ন:- কান:—

উত্তর:- [১] মাস্টারমশাই হাবুকে কান ধরে দাঁড়াতে বললেন। (দেহের অঙ্গ)
[২] যে ছেলে কানে কথা নেয় না তাকে শাসন করবে কী।(গুরুত্ব দেওয়া)
[৩] কানে কানে গোপন কথাটা ছড়িয়ে গেল। (রটনা)

প্রশ্ন:- সাদা:—

উত্তর:- [১] সাদা ফুলগুলি রাতেও তাদের বাগান আলো করে আছে। (রং- বিশেষ)
[২] তার চরিত্রের মতো কথাবার্তাও একেবারে সাদা। (সরল)
[৩] সাদা-কালো বিচার না করে টাকাটা নেওয়া ঠিক হয়নি। (সততা)

প্রশ্ন:- কালো:—

উত্তর:- [১] আকাশে মেঘ কালো করে এসেছে। (রং-বিশেষ)
[২] তার জীবনের কালো দিনগুলি সে আর মনে রাখতে চায় না। (খারাপ)
[৩] কালো টাকার কারবারিরা সুযোগ বুঝে চলে। (অসাধু)

প্রশ্ন:- লাগা:—

উত্তর:- [১] বইটা পড়ে আমার ভালোলাগার কথা লিখলাম। (অনুভূতি)
[২] পড়ে গিয়ে তার বাঁ-পায়ে বেশ লেগেছে। (ব্যথা)
[৩] সব কাজে লেগে থাকা একটা বড়ো গুণ। (অধ্যবসায়)

প্রশ্ন:- বাধা:—

উত্তর:- [১] বাগানে বেড়া বেশ শক্ত করে বাঁধা রয়েছে। (বন্ধন)
[২] স্নেহের বাঁধনে তিনি বাঁধা পড়েছেন। (আকৃষ্ট হওয়া)
[৩] পরের মাস থেকে তার কাজ বাঁধা। (নিশ্চয়তা)

কথা, সোজা, কঠিন শব্দগুলি ৫ টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে পাঁচটি করে বাক্য রচনা করো।

প্রশ্ন:- কথা:—

উত্তর:- [১] মহাপুরুষের বলে যাওয়া কথা মানুষ চিরকাল মনে রাখে। (বাণী)
[২] এ ব্যাপারে তোমাকে আমি কোনো কথা দিতে পারছি না। (নিশ্চয়তা/প্রতিশ্রুতি)
[৩] কথায় কথা বাড়ে। (বিতর্ক)
[৪] শিশুটি সবে আধো আধো কথা শিখছে। (বাক্য)
[৫] আগামীকাল আমার দিদির আসার কথা আছে। (সম্ভাবনা)

Leave a Comment