তোমার এলাকায় জীর্ণ সেতু সংস্কারের জন্য পৌরপিতার নিকট আবেদনপএ লেখো ।

তারিখ – ০১/০১/২০২৩
মাননীয় পৌরপিতা
টাকি পৌরসভা
টাকি, উত্তর ২৪ পরগনা                  

বিষয়: জীর্ণ সেতু সংস্কারের আবেদন

মহাশয়, 

আমি আপনার পৌরসভার অন্তর্গত ১৩নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আপনি জানেন যে, আমাদের এলাকায় একটি বড়ো খাল আছে যা ইছামতী নদীর সঙ্গে যুক্ত। খালটির গভীরতাও অনেক বেশি। মানুষ ও যানবাহন চলাচলের জন্য দীর্ঘ কুড়ি বছর আগে এই খালটির ওপর একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটির নাম রাখা হয় ‘বিভূতি সেতু”। কিন্তু সেতুটির কোনোপ্রকার সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্তমানে এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে- কোনো সময়ে সেতুটি ভেঙে পড়ে বহু প্রাণহানি হতে পারে। ওই সেতুর ওপর দিয়ে বড়ো মালগাড়ি না গেলেও নিজস্ব ব্যবহারের গাড়ি, স্কুলের পুলকার, সাইকেল, রিক্সা, টোটো ইত্যাদি যাতায়াত করে। কিন্তু সেতুটির অবস্থা দিনের পর দিন আরও খারাপ হয়ে পড়ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেতুটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করুন, এই অনুরোধ রইল।

                                                                 ধন্যবাদান্তে
১৩নং ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে
সুজন বিশ্বাস

টাকি, উত্তর ২৪ পরগনা
তারিখ – ০১/০১/২০২৩

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment