তারিখ – ০১/০১/২০২৩
মাননীয়
প্রধানশিক্ষক মহাশয়
মিশন বয়েজ হাই স্কুল, শ্রীরামপুর, হুগলি
বিষয়: শীতকালীন বনভোজন আয়োজনের জন্য অনুমতি প্রার্থনা
মহাশয়,
আমি সুখেন্দু দত্ত, আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বিগত তিন বছরের মতো এবছরও আমি এবং আমার সহপাঠীরা শীতকালীন বনভোজনের আনন্দ উপভোগ করতে ইচ্ছুক। আগামী ২৫ ডিসেম্বর, বুধবার আমরা হুগলি জেলার দিয়ারা নামক স্থানটিতে বনভোজন করব বলে মনস্থির করেছি। উক্ত বনভোজনটিতে যোগদানের জন্য আমরা স্কুলের কয়েকজন শিক্ষক মহাশয়কে ইতিমধ্যে অনুরোধ করায় তাঁরা এ বিষয়ে মৌখিক সম্মতি জানিয়েছেন। বনভোজনের স্থানটিতে পৌঁছোনোর জন্য আমরা একটি বাসের বন্দোবস্ত করব বলে ঠিক করেছি। বাসটি যথাসময়ে সকলকে বনভোজনের স্থানে নিয়ে যাবে এবং বনভোজনের শেষে নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। এ ছাড়া বনভোজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর জোগাড়ের বন্দোবস্তের দায়িত্ব আমরা সহপাঠীরা নিজেদের মধ্যে ভাগ করে নেব বলে স্থির করেছি। আমার বিশ্বাস, আমাদের এই উদ্যোগে আপনার সার্বিক অনুমতি মিলবে। আমরা সকলে এই বনভোজনে আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আশা করি, আপনি অনুমতি দিয়ে আমাদের বাধিত করবেন।
প্রণাম নেবেন
বিনীত
অষ্টম শ্রেণির সমস্ত ছাত্রের পক্ষে
আপনার একান্ত অনুগত ছাত্র
সুখেন্দু দত্ত
শ্রীরামপুর, হুগলি
তারিখ – ০১/০১/২০২৩
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।