Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-16]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-16]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- Research and Analysis Wing (RAW)-এর ডিরেক্টর হিসাবে সামান্ত গোয়েলের কার্যকালের মেয়াদ আরো কত দিন বৃদ্ধি হল?

উত্তর:- ১ বছর

প্রশ্ন:- দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সাহায্য করতে ‘Campus Power’ নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন সংস্থা?

উত্তর:- ICICI Bank

প্রশ্ন:- সম্প্রতি VL-SRSAM নামে সারফেস এয়ার মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- ২০২৩ সালে G-20 Summit হোস্ট করবে কোথায় ?

উত্তর:- ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর

প্রশ্ন:- প্রথম ভারতীয় হিসাবে অক্সিজেন ছাড়াই নেপালের মাউন্ট অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন কে ?

উত্তর:- লাদাখের স্কালজাং রিগজিন

প্রশ্ন:- Global Startup Ecosystem Ranking-এ ভারতের স্থান কত?

উত্তর:- ১৯

প্রশ্ন:- জাতীয় মিলেট সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর:- নিউ দিল্লিতে

প্রশ্ন:- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করার জন্য ১৭তম ‘শালা প্রবেশোৎসব’ নামে অভিযান লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর:- গুজরাট

প্রশ্ন:- Indonesia Open 2022-এ পুরুষ ও মহিলা বিভাগে কারা কারা সিঙ্গেল টাইটেল জিতলেন?

উত্তর:- পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ডেনমার্কের Viktor Axelsen, মহিলা বিভাগে জিতলেন চীনের Tai Tzu Ying

প্রশ্ন:- শীঘ্রই গর্ভপাতের অধিকারকে ব্যান করতে করতে চলেছে কোন দেশ?

উত্তর:- আমেরিকার সুপ্রিমকোর্ট

প্রশ্ন:- India Debt Resolution Company Ltd. (IDRCL) – এর CEO পদে কাকে নিযুক্ত হল?

উত্তর:- অবিনাশ কুলকার্নি

প্রশ্ন:- India International Centre-এর প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- শ্যাম শরণ

প্রশ্ন:- সরকারি কর্মচারীদের মেডিকেল ইন্সুরে দেওয়ার জন্য MEDISEP Scheme লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর:- কেরালা

প্রশ্ন:- 2021 Golden Achievement Award পেলেন কে ?

উত্তর:- প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ

প্রশ্ন:- National Sma Industries Corporation Ltd. (NSIC)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- পি. উদয়কুমার

প্রশ্ন:- Indian Olympic Association (IOA)-এর প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- অনিল খান্না

প্রশ্ন:- UN Public Service Award জিতলো কে ?

উত্তর:- উড়িষ্যার ‘Mo Bus’ পরিষেবা

প্রশ্ন:- সম্প্রতি ৬.১৫কিমি দীর্ঘ পদ্মা ব্রিজ উদ্বোধন করা হলো কোন দেশে?

উত্তর:- বাংলাদেশে

প্রশ্ন:- মুম্বাইকে ৬ উইকেটে পরাজিত করে প্রথমবার রঞ্জি ট্রফি ২০২২ জিতলো কোন রাজ্য?

উত্তর:- মধ্যপ্রদেশ

প্রশ্ন:- প্রথম ভারতীয় হিসাবে Asian Cycling Championships 2022-এ রূপো জিতলেন কে ?

উত্তর:- রোনাল্ডো সিং

প্রশ্ন:- BSE Limited-এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- এস. এস. মুন্ডা

প্রশ্ন:- Yagon-35 নামে ৩টি নতুন রিমোট সেন্সিং স্যাটেল `লঞ্চ করলো কোন দেশ?

উত্তর:- চীন

প্রশ্ন:- সম্প্রতি মালেশিয়ায় ড্রোন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার ঘোষণা করলো কোন সংস্থা?

উত্তর:- Garuda Aerospace কোম্পানী

প্রশ্ন:- Central Board of Direct Taxes (CBDT) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর:- নীতিন গুপ্ত

প্রশ্ন:- সম্প্রতি মহাকাশে “Zuljanah” নামে রকেট প্রেরণ করলো কোন দেশ?

উত্তর:- ইরান

Leave a Comment