Model Activity Task Math Class 6 Part 1 Answer January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৬ পার্ট ১ ( Model Activity Task Class 6 Part 1) – এর গনিত (Math) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (ষষ্ঠ শ্রেণী )

বিষয় – গণিত

পূর্ণমান – ২০


January Model Activity Task Class 6 Part 1 Answer

( গণিত )

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –  (১×৩ = ৩)

1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) 40÷5×4-এর সরল মান হলাে—

(a) 2

(b) 1/2

(c) 32 

(d) 20

ব্যাখ্যা:- 40÷5×4
= 8×4 = 32

(খ) 6-এর গুণনীয়কগুলি হলাে—

(a) 6

(b) 6,3

(c) 6, 3, 2

(d) 6, 3, 2,1

(গ) প্রকৃত ভগ্নাংশটি হলাে—

2.সত্য/মিথ্যা লেখাে :  (১×৩ = ৩)

ব্যাখ্যা:- মোট খোপ = 8
রং করা খোপ = 2
রং করা অংশ =  \frac{2}{8}  = \frac{1}{4}

(খ) 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান 30।

ব্যাখ্যা:-

(গ) 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়েরসম্পর্ক সরল সম্পর্ক। 

ব্যাখ্যা:-

রাজমিস্ত্রি সংখ্যা বাড়লে সময় কম লাগে এবং রাজমিস্ত্রির সংখ্যা কমলে সময় বেশি লাগে l সুতরাং এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান l

3. সংক্ষিপ্ত উত্তর দাও : (২×৩ = ৬)

(ক) মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখাে : 13.3, 11.3, 1.33, 2.31 

উত্তর:-

∴ মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই — 1.33<2.31<11.3<13.3

(খ) 262 সেমি.-কে মিটারে প্রকাশ করাে।

উত্তর:- 262 সেমি = (262÷100) মিটার

∴ 262 সেমি = 2.62 মিটার

(গ) 8/-এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। 

উত্তর:-

4. (ক) একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি.। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘােরা সম্পূর্ণ করবে ?   (৪)

উত্তর:- কমপক্ষে যে দূরত্ব গেলে চাকা দুটি পূর্ণসংখ্যক বার ঘুরবে সেই দূরত্ব হবে 14 ডেসিমি ও 35 ডেসিমি এর লসাগু l

∴ 14 ও 35 -এর গসাগু = 7×2×5 = 70 ডেসিমি l

∴ কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে l

(খ) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে এটি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করাে।   (৪)

উত্তর:- গণিতের ভাষায় সমস্যাটি হল —

এখানে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত সম্পর্ক l
এবং দিন সংখ্যা ও ট্র্যাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক l

∴ 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40 টি ট্রাক্টর লাগবে l

January Model Activity Task Class 6 Part 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করবে।

Leave a Comment