উত্তর:- (১) ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপকে সংক্ষিপ্ত রূপে পরিণত করতে হবে।
▪ যেমন:— করিয়া > করে, করিব > করব, করিয়াছিলেন > করেছিলেন ইত্যাদি।
(২) সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপকে সংক্ষিপ্ত রূপে পরিণত করতে হবে।
▪ যেমন:— ইহারা > এরা, তাঁহারা > তাঁরা, তাহাকে > তাকে ইত্যাদি ।
(৩) অনুসর্গগুলির পূর্ণাঙ্গ রূপকে সংক্ষিপ্ত রূপে পরিণত করতে হবে।
▪ যেমন:— হইতে > হতে/থেকে, সহিত > সাথে, সমভিব্যাহারে > সঙ্গে ইত্যাদি।
(৪) তৎসম অব্যয়ের তদ্ভব রূপের ব্যবহার করতে হবে।
▪ যেমন:— যদ্যপি > যদিও, অতঃপর > এরপর, তদ্রুপ > সেরূপ/ সেরকম ইত্যাদি।
(৫) তৎসম শব্দের তদ্ভব রূপ থাকলে তার ব্যবহার করতে হবে। তবে যেসব ক্ষেত্রে তৎসম শব্দের চলিতরূপ রচনার সঙ্গে সামঞ্জস্যহীন, সেক্ষেত্রে তৎসম শব্দকেই অপরিবর্তিত রাখতে হবে।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।