উত্তর:- চলিত:— সামনে গিয়ে দাঁড়াতেই কানে এল দুই শিল্পীর কথোপকথন । যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা বাইরে গিয়ে যখন বাজান, তখন কি আলাপের অংশটাকে একটু হেঁটে ছোটো করে দেন
সাধু:— সম্মুখে গিয়া দণ্ডায়মান হইতেই কর্ণে আসিল দুই শিল্পীর কথোপকথন। যিনি রাজস্থান হইতে ফিরিতেছিলেন তিনি প্রশ্ন করিলেন, আচ্ছা, আপনারা বাহিরে গিয়া যেক্ষণে বাজান, সেক্ষণে কি আলাপের অংশটিকে একটু ছাঁটিয়া ছোটো করিয়া দেন
চলিত:- ব্যবস্থা হয়ে গেল, এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। রওনা হলুম সবাই মিলে হইহই করতে করতে। চোগাচাপকান পরেই তৈরি হলুম, তখনো বাইরে ধুতি পরে চলাফেরা অভ্যেস হয়নি। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব।
সাধু:— ব্যবস্থা হইয়া গেল, এস্থান হইতেই স্পেশাল ট্রেন ছাড়িবে আমাদিগের জন্য। সবাই মিলিয়া হই হই করিতে করিতে রওয়ানা হইলাম। চোগাচাপকান পরিধান করিয়াই তৈয়ার হইলাম, তৎকালে বাহিরে ধুতি পরিয়া চলাফেরা অভ্যাস হয় নাই। ধুতি পাঞ্জাবি সঙ্গে লইয়াছি, নাটোরে পঁহুছিয়াই এ সকল খুলিয়া ধুতি পরিব ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।