দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-13]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- “Soli Sorabjee: Life and Times” শিরোনামে জীবনী গ্রন্থটি লিখেছিলেন কে?
উত্তর:- অভিনব চন্দ্রচূড়
প্রশ্ন:- চা বাগানের শ্রমিকদের জন্য “মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প” চালু করলো কোন সরকার?
উত্তর:- ত্রিপুরা সরকার
প্রশ্ন:- National Financial Reporting Authority (NFRA)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর:- অজয় ভূষণ পান্ডে
প্রশ্ন:- সম্প্রতি ইউক্রেনকে ১.৪ বিলিয়ন ডলার জরুরীকালীন আর্থিক সহায়তা প্রদান করলো কোন Fund?
উত্তর:- International Monetary Fund (IMF)
প্রশ্ন:- পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হলো কোন টি?
উত্তর:- শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন
প্রশ্ন:- সম্প্রতি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে?
উত্তর:- আম আদমী পার্টির নেতা ভগবন্ত মান
প্রশ্ন:- চারধাম প্রোজেক্ট কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলো কে?
উত্তর:- এ.কে. সিক্রি
প্রশ্ন:- ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৩.২১ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করলো কোন সরকার?
উত্তর:- পশ্চিমবঙ্গ সরকার
প্রশ্ন:- সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর:- বিপিন সংঘি
প্রশ্ন:- Colgate-Palmolive(India) Limited ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হন কে?
উত্তর:- প্রভা নরসিংহ
প্রশ্ন:- সম্প্ৰতি International Women of Courage Award পেলেন কে?
উত্তর:- নেপালের রূপান্তরকামী মহিলা ভূমিকা শ্রেষ্ঠ
প্রশ্ন:- Insurance Regulatory and Development Authority of India(IRDAI)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর:- দেবাশিস পান্ডা
প্রশ্ন:- ভারতের রাষ্ট্রদূত কে ছিল এবং তাকে কথায় হত্যা করা হয়?
উত্তর:- ভারতের রাষ্ট্রদূত ছিল মুকুল আর্য । তাকে হত্যা করা হয় ফিলিস্তিনতে
প্রশ্ন:- মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচে অধিনায়কত্বকারী প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছিল?
উত্তর:- মিথালী রাজ
প্রশ্ন:- “Role of Labour in India’s Development” শিরোনামে বইটি লঞ্চ করেন কে?
উত্তর:- ভূপেন্দ্ৰ যাদব
প্রশ্ন:- বিশ্ব পাই(n) দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি?
উত্তর:- ১৪ই মার্চ; এবছের থিম হল “Mathematics Unites”
প্রশ্ন:- মাছের উৎপাদন বৃদ্ধি করতে NABARD-এর সাথে পার্টনারশিপ গড়লো কোন রাজ্য?
উত্তর:- উড়িষ্যা সরকার
প্রশ্ন:- উত্তর ভারতের প্রথম স্পেস সাইন্স সেন্টারের উদ্বোধন করা হলো কথায়?
উত্তর:- জম্মুতে
প্রশ্ন:- বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যুব বিজ্ঞানী ক্রিম নামে বিশেষ প্রোগ্রামের আয়োজন করেন?
উত্তর:- ISRO
প্রশ্ন:- International Booker Prize-এর জন্য নমিনেটেড হলো হিন্দি থেকে ইংরাজিতে অনুবাদিত উপন্যাস কনটি?
উত্তর:- “Tomb of Sand”
প্রশ্ন:- সম্প্রতি দিল্লিতে “সাহিত্যোৎসব”-এর আয়োজন করেন কোন একাডেমি?
উত্তর:- সাহিত্য একাডেমী
প্রশ্ন:- সম্প্রতি ড্রোন স্কুলের উদ্বোধন করা হলো কথায়?
উত্তর:- মধ্যপ্রদেশের গোয়ালিয়রে
প্রশ্ন:- “পরম গঙ্গা” নামে সুপার কম্পিউটারটি স্থাপন করা হয়েছিল কথায়?
উত্তর:- IIT Roorkee তে
প্রশ্ন:- International Tennis Hall of Fame Open-এর অফিসিয়াল স্পন্সর হলো কোন কোম্পানিতে?
উত্তর:- Infosys কোম্পানি
প্রশ্ন:- ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৮টি বলে দ্রুত ৫০ রান কে করেছিলেন?
উত্তর:- ঋষভ পান্থ