দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-6]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- নরওয়েতে ‘Cold Response 2022′ নামে মিলিটারি অনুশীলন কে শুরু করলো ?
উত্তর:- North Atlantic Treaty Organization (NATO)
প্রশ্ন:- F1 Bahrain Grand Prix 2022 শিরোপা কে জিতলেন ?
উত্তর:- মোনাকোর রেসিং কার ড্রাইভার Charles Leclerc
প্রশ্ন:- অষ্টমবার Asian Billiards title ভারতের কে জিতেছিলেন ?
উত্তর:- ভারতের পঙ্কজ আদভানি
প্রশ্ন:- Asian Cricket Council (ACC)-এর প্রেসিডেন্ট হিসাবে জয় শাহের কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি পায় ?
উত্তর:- ১ বছর বৃদ্ধি পান
প্রশ্ন:- সম্প্রতি মনিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার নির্বাচনে কে জিতেছিলেন ?
উত্তর:- এন. বীরেন সিং
প্রশ্ন:- দেশে প্রথম বিধান সভা হিসাবে কে National evidhan Application (NeVA) প্রোগ্রামের বাস্তবায়ন করছে ?
উত্তর:- নাগাল্যান্ড
প্রশ্ন:- বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?
উত্তর:- ২৩শে মার্চ; এবছরের থিম হলো “Early Warning and Early Action.”
প্রশ্ন:- সম্প্রতি তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিল ?
উত্তর:- Serdar বারদিমুহামেদো
প্রশ্ন:- UN Advisory Board-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত অর্থনীতিবিদ কোন ভারতীয় ?
উত্তর:- জয়তী ঘোষ
প্রশ্ন:- ভারতের সাথে ‘LAMITIYE-2022′ নামে যৌথ মিলিটারি অনুশীলনের নবম সংস্করণ অনুষ্ঠিত কে করছে ?
উত্তর:- সেশেলস
প্রশ্ন:- Indian Well Master 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে এবং মহিলা বিভাগে জিতেছিলেন কে ?
উত্তর:- আমেরিকার Taylor Harry Fritz এবং মহিলা বিভাগে জিতলেন পোল্যান্ডের Iga Świątek
প্রশ্ন:- ভারতের কনিষ্ঠতম মহিলা সাঁতারু হিসাবে পক প্রণালী অতিক্রম করেছিলেন কে ?
উত্তর:- মুম্বাইয়ের ১৩ বছর বয়সী জিয়া রাই
প্রশ্ন:- প্রথম প্যারা অ্যাথলেট হিসাবে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছিলেন ?
উত্তর:- দেবেন্দ্র ঝাঝারিয়া
প্রশ্ন:- সম্প্রতি পুতুল উৎসব কোথায় আয়োজন করা হয়েছে ?
উত্তর:- নিউ দিল্লিতে
প্রশ্ন:- সম্প্রতি ইউক্রেনকে আরো ৮০০ মিলিয়ন ডলারের মিলিটারি অস্ত্র দেওয়ার ঘোষণা করলো কোন দেশ ?
উত্তর:- আমেরিকা
প্রশ্ন:- সম্প্রতি ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- শংকর প্রসাদ শৰ্মা
প্রশ্ন:- অ্যাবেল পুরস্কার ২০২২ দ্বারা সম্মানিত হলেন কে ?
উত্তর:- আমেরিকান গণিতজ্ঞ Dennis P. Sullivan
প্রশ্ন:- তামিলনাড়ুর নরসিংহপেট্টাই নাগেস্বরম নামক বাদ্যযন্ত্রটি কে পেলেন ?
উত্তর:- GI Tag
প্রশ্ন:- সম্প্রতি ২৫ বছর বয়সে অবসর ঘোষণা করলেন কোন অস্ট্রেলিয়ান টেনিস তারকা ?
উত্তর:- অস্ট্রেলিয়ান মহিলা টেনিস তারকা Ashleigh Barty
প্রশ্ন:- মহারাষ্ট্র পুলিশের সাথে কোন যৌথ নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করছে ইন্ডিয়ান আর্মি ?
উত্তর:- সুরক্ষা কবচ ২
প্রশ্ন:- ভারতের সাথে “Ex-Dustlik” নামে সেনা মহড়ার তৃতীয় সংস্করণ কোন দেশ অনুষ্ঠিত করছে ?
উত্তর:- উজবেকিস্তান
প্রশ্ন:- 2021 World Air Quality Report অনুযায়ী, বিশ্বের সবথেকে দূষিত রাজধানী শহরটির নাম কী ?
উত্তর:- দিল্লি
প্রশ্ন:- “The Little Book of Joy” শিরোনামে বইটির লেখক কে ?
উত্তর:- দালাই লামা এবং ডেসমন্ড টুটু
প্রশ্ন:- 13th Greenst রেজা মসৌমী Photography Award কে জিতেছিলেন ?
উত্তর:- ইরানের মোহাম্মদ
প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে কার্বন নিরপেক্ষ কৃষি পদ্ধতির বাস্তবায়ন করতে চলেছে কোন রাজ্য ?
উত্তর:- কেরালা