দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-5]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- এক ফুঁয়ে ১৫১টি মোমবাতি নিভিয়ে ওয়াল্ড রেকর্ড কে করেন?
উত্তর:- ভারতের ভি.শঙ্কর নারায়ণ (তামিলনাড়ু)।
প্রশ্ন:- বিমা শব্দটি আর্বিভাব কী ভাবে হয়?
উত্তর:- বিমা একটি ফার্সি শব্দ, যার অর্থ আশঙ্কা,
এই শব্দটি থেকে বিমা শব্দটির আবির্ভাব হয়, জীবন বিমা মানে জীবনের আশঙ্কা
প্রশ্ন:- মোটর গাড়ীর নম্বর প্লেট প্রথম ব্যবহার কোথায় শুরু হয়?
উত্তর:- ১৮৯৩ সালে ফ্রান্সে।
প্রশ্ন:- কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?
উত্তর:- ফড়িং।
প্রশ্ন:- ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ গ্রন্থটি কার রচনা?
উত্তর:- মদনমোহন তর্কালঙ্কার।
প্রশ্ন:- গ্রামোফোন কোম্পানির লেবেলে ব্যবহৃত কুকুরটির নাম কী?
উত্তর:- নিপা।
প্রশ্ন:- পাক গুপ্তচর সংস্থা আই. এস. আই, পুরো নাম কী?
উত্তর:- ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স।
প্রশ্ন:- ভারতে সরোদ বাজনার প্রবর্তক কে?
উত্তর:- ওস্তাদ আলাউদ্দিন খান।
প্রশ্ন:- কোন রাজ্যের সরকারী কাজ কর্মে RBI-এর কোনও ভূমিকা নেই?
উত্তর:- জম্মু-কাশ্মীর।
প্রশ্ন:- “প্লাস্টিক মানি” কাকে বলা হয়?
উত্তর:- ক্রেডিট কার্ড।
প্রশ্ন:- পুরীর জগন্নাথ মন্দিরের নির্মান কার্য্য কে শুরু করেন?
উত্তর:- অনন্ত বর্মন।
প্রশ্ন:- কোনারকের সূর্য্য মন্দিরটি কে নির্মান করেন?
উত্তর:- ওড়িশার রাজা নরসিংহ বর্মন।
প্রশ্ন:- পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে কোন ফলের চাষ হয়?
উত্তর:- কলা।
প্রশ্ন:- কোন দেশের জাতীয় পতাকার দু-পিঠ দু-রকম?
উত্তর:- প্যারাগুয়ে।
প্রশ্ন:- পেঁপের (ফল) জন্মস্থান ও আদি বাসভূমি কোথায় ?
উত্তর:- ব্রাজিল।
প্রশ্ন:- ভারতবর্ষে পেঁপে কী ভাবে আসে?
উত্তর:- ভারতে প্রথম আসে ৫০০ বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত ধরে৷
প্রশ্ন:- কোন দেশের কোন সময় বা কালে চকোলেটকে বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহার করা
হত?
উত্তর:- মেক্সিকোতে প্রাচীন অ্যাজটেক (Aztec) সভ্যতার সময়।
প্রশ্ন:- প্রথম ফায়ার ব্রিগেড কবে চালু হয়?
উত্তর:- ১৯২৪ খ্রিস্টাব্দে এডিনবরাতে পুলিশ
কমিশনার ও ইনস্যুরেন্স কোম্পানী ফায়ার বিগ্রেড চালু করে।
প্রশ্ন:- প্রথম কোন্ দেশের আদালতে টিপস্ই দ্বারা অপরাধী সনাক্ত করা হয়?
উত্তর:- অবিভক্ত বাংলাদেশের আদালতে ১৮৫৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়ম হার্সেল এই
পদ্ধতি প্রচলন করেন।
প্রশ্ন:- পৃথিবীতে কে প্রথম হাসপাতাল স্থাপন করেন?
উত্তর:- খ্রিস্টাব্দে ৩৬৯ সালে ইতালীর
খ্রিস্টান ধর্মগুরু St-Basil (সেণ্টবেসিল) প্রথম হাসপাতাল স্থাপন করেন।
প্রশ্ন:- কে তিন শতাব্দী বেঁচে ছিলেন ?
উত্তর:- ফ্রান্সের জঁ থিরুরে। তাঁর জন্ম ১৬৮৪ খ্রিস্টাব্দে মৃত্যু ১৮০৭ খ্রীষ্টাব্দে জীবদ্দশায়
দেখেছিলেন তিনটি শতাব্দী ১৬০০, ১৭০০ এবং ১৮০০।
প্রশ্ন:- সর্বপ্রথম পুলিশী ব্যবস্থা চালু হয়েছিল কবে?
উত্তর:- ভারতে ইংরেজদের ইস্ট ইণ্ডিয়া কোম্পানী তাদের রাজত্বকালে ১৭ ডিসেম্বর
১৭৭২ সালে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করে।
প্রশ্ন:- পৃথিবীর সব চাইতে বড় মসজিদ কোনটি?
উত্তর:- জুম্বা মসজিদ (ভারত, দিল্লী)।
প্রশ্ন:- পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- চেকোশ্লাভাকিয়ার রাজধানী প্রাগে অবস্থিত। ৪০ হাজার জিমন্যাষ্ট ও ২ লাখ ৪০
হাজার দর্শক এক সঙ্গে অংশ গ্রহণ করতে পারে।
প্রশ্ন:- ভারতে দূরদর্শন চালু হয় কবে ?
উত্তর:- ১৯৫৯ সালে। নয়াদিল্লীতে।