Class 1 Ability To Communicate Model Activity Task Part 1 Answer January 2022

প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ১ পার্ট ১ ( Model Activity Task Class 1 Part 1) – এর সংযোগ স্থাপনের সক্ষমতা ( Ability To Communicate) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। বিদ্যালয় খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) তোমাদের জমা করতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং এতে তোমাদের উপকৃতও হবে। চলো তাহলে একসাথে পড়াশোনা শুরু করা যাক।

Table of Contents

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (প্রথম শ্রেণী )

বিষয় – সংযোগ স্থাপনের সক্ষমতা

পূর্ণমান – ১০


Model Activity Task Class 1 Part 1 Answer

( সংযােগ স্থাপনে সক্ষমতা )

১. ফাকা জায়গায় কথা বসাও : (১ x ২ = ২)

১.১ ____________ থাকে বাঘ।

উত্তর: বনে থাকে বাঘ।

১.২ ____________ থাকে পাখি।

উত্তর: গাছে থাকে পাখি।

২ . Write the missing letter: (১ x ২ = ২)

উত্তর:


( সমন্বয় স্থাপনে সক্ষমতা )

৩. ছবি দেখে রং মেলাও : (১ x ২ = ২)

উত্তর:

৪. বড়ো গাছটিতে দাগ দাও : (১) 

উত্তর:

( সমস্যা সমাধানে সক্ষমতা )

৫. গুণে লেখাে : (১ x ২ = ২)

উত্তর:

( শারীরিক ও মানসিক সমন্বয়ে সক্ষমতা )

৬. ছবিটি রং করাে : (১)

উত্তর:

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment