প্রশ্ন:- আগ্নেয়শিলায় খনিজ তেল পাওয়া যায় না কেন ?
উত্তর:- আগ্নেয়শিলায় খনিজ তেল না পাওয়া যাওয়ার কারণ: সাগর মহাসাগরের তলদেশে স্তরে স্তরে পলি জমার সময় স্তরগুলিতে ছোটো ছোটো সামুদ্রিক প্রাণী, ব্যাকটেরিয়া, উদ্ভিদকোশ, জীবকাশ প্রভৃতি সঞ্চিত হয়। তারপর ওপরের পলিস্তরের চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় ওই সঞিত জৈব পদার্থের মধ্যে থেকে অক্সিজেন ও নাইট্রোজেন সরে গিয়ে হাইড্রোজেন ও কার্বনের এক রাসায়নিক যৌগ সৃষ্টি হয়। একে আমরা বলি খনিজ তেল বা পেট্রোলিয়াম। উত্তপ্ত শিলাস্রোত বা ম্যাগমা শীতল ও কঠিন হয়ে যখন আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তখন তার মধ্যে প্রাণীদেহ, উদ্ভিদকোশ, ব্যাকটেরিয়া, জীবকোশ প্রভৃতি চাপা পড়লেও প্রচণ্ড উত্তাপে তা নষ্ট হয়ে যায়। তাই হাইড্রোজেন ও কার্বনের রাসায়নিক যৌগ সৃষ্টি হওয়ার কোনো সুযোগই থাকে না। এজন্যই আগ্নেয়শিলায় খনিজ তেল পাওয়া যায় না।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।