প্রশ্ন:- আগ্নেয়শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন ?
উত্তর:-আগ্নেয়শিলায় জীবাশ্ম না দেখতে পাওয়ার কারণ: আগ্নেয়শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। এর কারণগুলি হল—
(1) জীবের আবির্ভাবের পূর্বে উদ্ভব: জীবের আবির্ভাবের পূর্বে আগ্নেয়শিলার উদ্ভব হয়েছিল বলে আগ্নেয়শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না।
(2) স্তরায়ণ তলের অনুপস্থিতি: পাললিক শিলার মতো আগ্নেয়শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় না। এজন্যই আগ্নেয়শিলায় কোনো উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে না ।
(3) ভূগর্ভের উত্তাপ: শিলাচক্রের মাধ্যমে পুনরায় আগ্নেয়শিলার সৃষ্টি হলে তখন তার মধ্যে কোনো উদ্ভিদ ও প্রাণীদেহ চাপা পড়লেও ভূগর্ভের উত্তাপে তা নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রস্তরে তার কোনো ছাপ থাকে না ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।