প্রশ্ন:- আগ্নেয়গিরি কত প্রকার ও কী কী ? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
উত্তর:- আগ্নেয়গিরির প্রকারভেদ:-
সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি বিষয় তিনপ্রকার,
যথা — (1) সক্রিয় আগ্নেয়গিরি, (2) সুপ্ত আগ্নেয়গিরি এবং ও (3) মৃত আগ্নেয়গিরি।
(1) সক্রিয় আগ্নেয়গিরির:- সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, হাইয়াই দ্বীপের মৌনালোয়া, ভারতের ব্যারেন।
(2) সুপ্ত আগ্নেয়গিরি:- জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। ট্যাগমা সৃষ্টি লাভার র তুলনায়
(3) মৃত আগ্নেয়গিরি:- মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।